
ঢাকা: আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জয়ী বাংলাদেশ ক্রিকেট দলকে প্রাাণঢালা অভিনন্দন জানিয়েছেন জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা জনবন্ধু গোলাম মোহাম্মদ কাদের এমপি। আজ এক অভিনন্দন বার্তায় খেলোয়াড়দের পাশাপাশি ক্রিকেট কোচ ও বোর্ড সংশ্লিষ্টদের অভিনন্দন জানান তিনি।
অভিনন্দন বার্তায় জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের বলেন, বাংলাদেশ ক্রিকেট দল অত্যন্ত দাপটের সাথে টি টুয়েন্টি সিরিজ জিতেছে। টাইগাররা বিজয় রথে এগিয়ে চলছে। তিনি আশা প্রকাশ করে বলেন, সিরিজের পরবর্তী ম্যাচেও বিজয়ের ধারাবাহিকতা অক্ষুন্ন থাকবে।
আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জয়ী বাংলাদেশ ক্রিকেট দলকে একইভাবে প্রাাণঢালা অভিনন্দন জানিয়েছেন জাতীয় পার্টি মহাসচিব মোঃ মুজিবুল হক চুন্নু এমপি।