
মুন্সীগঞ্জ: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের বিভিন্ন চিত্র তুলে ধরতে (শ্রীনগর ও সিরাজদিখান) মুন্সীগঞ্জ ১ আসনে বিভিন্ন ইউনিয়নে নেতাকর্মীদের সাথে নিয়ে লিফলেট বিতরণ ও নৌকার পক্ষে ব্যাপক প্রচারণা চালান ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গোলাম সারোয়ার কবীর।
শুক্রবার (২১ জুলাই) তার নির্বাচনী এলাকার বিভিন্ন স্থানে গণসংযোগ করেন।
জনগণের সাথে কথা বলে জানা যায় যে, ওয়ার্ড, ইউনিয়ন এবং থানা পর্যায়ের বিভিন্ন নেতাকর্মী তার সাথে একাত্মতা প্রকাশ করে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে তার সাথে পাশে থাকবে।