ঢাকা, ৬ মে ২০২৪, সোমবার, ২৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

ফ্রান্সে নিউজ টুয়েন্টি ফোর এর অষ্টম বর্ষে পদার্পণ উপলক্ষে কেক কাটা অনুষ্ঠান

প্রবাস | মাসুদ আহমেদ

(৯ মাস আগে) ২ আগস্ট ২০২৩, বুধবার, ৯:৫৩ পূর্বাহ্ন

banglahour

ফ্রান্সে নিউজ টুয়েন্টি ফোর এর অষ্টম বর্ষে পদার্পণ উপলক্ষে কেক কাটা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। কেক কাটা অনুষ্ঠানে কমিউনিটির নেতৃবৃন্দ বলেছেন, বাংলাদেশের বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন নিউজ টোয়েন্টি ফোর বস্তু নিষ্ট সংবাদ প্রচার করে বাংলাদেশ তথা সারা বিশ্বে বাংলাদেশীদের কাছে একটি জনপ্রিয় টেলিভিশন হিসেবে প্রতিষ্টিত হয়েছে।  

সোমবার ফ্রান্সের প্যারিসের বাংলাদেশি অধ্যুষিত ক্যাথসীমা এলাকার ড্রিমফুড রেস্টুরেন্টে নিউজ টুয়েন্টি ফোর টেলিভিশনের অষ্টম বর্ষে পদার্পণ উপলক্ষে কেক কাটা অনুষ্ঠানের আয়োজন করা হয়।   

বিশেষ করে সারা বিশ্বের প্রবাসী বাংলাদেশিদের জীবন যাত্রা, সমস্যা, সম্ভাবনার কথা গুরুত্ব সহকারে যেভাবে তুলে ধরে তা অন্য টেলিভিশনে  দেখতে পাওয়া যায় না। প্রবাসে নিউজ টুয়েন্টি ফোর টেলিভিশনের প্রতিনিধিরা মেধা, সততা, বস্তু নিষ্টতায় অন্যদের চেয়ে এগিয়ে আছে আর এই জন্যই নিউজ টুয়েন্টি ফোর টেলিভিশন প্রবাসে এত জনপ্রিয়। 

ফ্রান্স-বাংলাদেশ প্রেসক্লাবের সভাপতি ও নিউজ টুয়েন্টি ফোর টেলিভিশনের ফ্রান্স প্রতিনিধি ফেরদৌস করিম আখঞ্জীর সঞ্চালনায় বর্ষপূর্তি ও  কেক কাটা অনুষ্ঠানে বিশেষ অথিতি হিসেবে বক্তব্য রাখেন, ইউরোপীয়ান প্রবাসী বাংলাদেশি এসোসিয়েশন ইপিবিএর প্রেসিডেন্ট ফারুক খান, বৃহত্তর কুমিল্লা জনকল্যান সমিতি ফ্রান্স'র সভাপতি শাহিন আরমান চৌধুরী, ফ্রান্সে প্রথম মহিলা সংগঠন বিকশিত নারী সংঘের সভানেত্রী সৈয়দা তাওফিকা সাহেদ, বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিত্ব আশিক আহমেদ, লিগ্যাল এইড ফ্রান্সের প্রেসিডেন্ট এ এম আজাদ, বিসিএফ প্রেসিডেন্ট এমডি নূর, ইপিএস বাংলা'র প্রেসিডেন্ট আলান খান, প্যারিস বাংলা প্রেসক্লাবের সভাপতি শাহ সুহেল আহমেদ,  জালালাবাদ অ্যাসোসিয়েশন ফ্রান্স শাখার  সাংগঠনিক সম্পাদক মনোয়ার হোসেন মোজাহিদ, বিকশিত নারী সংঘের সাধারণ সম্পাদিকা মিনা গোমেজ, প্যারিস - বাংলা  প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও বাংলা টিভি প্রতিনিধি রাসেল আহমেদ, প্রতিদিনের বাংলাদেশ পত্রিকার ফ্রান্স প্রতিনিধি সাবুল আহমেদ, দেশ টিভি প্রতিনিধি বদরুল বিন আফরোজ, ফ্রান্স-বাংলাদেশ ফুটবল এসোসিয়েশন এর সাধারণ সম্পাদক হক রুবেল, ফ্রান্স যুবদল নেতা জিসাদ রহমান,  হবিগঞ্জ এসোসিয়েশন ফ্রান্সের মেহেদি হাসান,  প্রমুখ।   

আলোচনা শেষে কমিউনিটির  নেতৃবৃন্দ নিউজ টুয়েন্টি ফোর টেলিভিশন এর অষ্টম বর্ষে পদার্পণ উপলক্ষে কেক কাটেন।

প্রবাস থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাহমুদ সোহেল
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ:+৮৮ ০১৯ ১৫৩৬ ৬৮৬৫
contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com