বরিশাল: সড়ক দুর্ঘটনায় মারাত্মক আহত বরিশাল জেলার মেহেন্দিগঞ্জ উপজেলার ১০ নং আলিমাবাদ ইউনিয়নের তৃতীয় শ্রেনীর ছাত্রী সাদিয়া আক্তারের পাশে দাড়িয়েছে মেহেন্দিগঞ্জ সমাজকল্যাণ ফাউন্ডেশন, আলিমাবাদ সমাজকল্যাণ সংস্থা, নবনির্বাচিত চেয়ারম্যান ইমরান হোসেন বাপ্পী, বিশিষ্ট ব্যবসায়ী মেহেদী হাসান রাজিম, সমাজসেবক ইব্রাহিম নিজাম, সাজ্জাদ হোসেন সোয়েব, মনির হোসেন, সাইফুল, আনিস মাহমুদ, সার্জেন্ট মাঈন উদ্দিন, ইমরান মুন্সী, কামরুজ্জামন মিলন, জাকির সহ অন্যরারা।
জানা যায়, দুর্ঘটনায় সাদিয়ার মুখের চোয়ালের দুই পাশের হাড় ও নাকের উপরের হাড় ভেঙ্গে যায় এবং মাড়ির ও সামনের কিছু দাত ভেঙ্গে যায়, পায়েরও বেশ কিছু জাগায় মারাত্মক জখম হয়। উন্নত চিকিৎসার জন্য ডাক্তার তাকে ঢাকায় নেয়ার পরামর্শ দেয়। এতেই ভেঙ্গে পরেন সাদিয়ার মা-বাবা কারন এত টাকা তারা কোথায় পাবে। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি ছড়িয়ে পড়লে অত্র উপজেলার স্বেচ্ছাসেবী সংগঠন ও হ্দয়বান মানুষ এগিয়ে আসে এবং সাদিয়ার চিকিৎসার জন্য সহযোগীতার হাত বাড়িয়ে দেয়।
মেহেন্দিগঞ্জ সমাজকল্যান ফাউন্ডেশনের সভাপতি তানভীর রানা ও সাধারন সম্পাদক রুবেল তালুকদার বলেন, যেকোন অসহায়, সুবিধাবঞ্চিত মানুষের পাশে আমাদের সাধ্যনুয়ারী থাকার চেষ্টা করি। এই সামাজিক ও মানবিক কাজে অন্যান্যদেরও এগিয়ে আশার আহ্বান জানান তারা।