
কক্সবাজার: বিনা ভোটে নির্বাচিত সরকারের জনগণের প্রতি দায়বদ্ধতা নেই বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলাম’র আমীর অধ্যাপক মুজিবর রহমান।
শনিবার কক্সবাজারে ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত পেকুয়াবাসীর মাঝে জামায়াতের পক্ষ থেকে খাদ্য সামগ্রী উপহার প্রদান অনুষ্ঠানে আমীরে জামায়াত এই কথা বলেন।
এই সময় আরো উপস্থিত ছিলেন জামায়াতের নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমীর মোঃ নূরুল ইসলাম বুলবুল, নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসাইন,কেন্দ্রীয় মজলিশে শুরার সদস্য ও সাবেক কেন্দ্রীয় সভাপতি দেলাওয়ার হোসেন,পেকুয়া ও চকরিয়া সংসদীয় আসনে জামায়াতে মনোনীত সংসদ সদস্য প্রার্থী আব্দুল্লাহ আল ফারুকসহ অন্যান্য কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ।