
মানিকগঞ্জ: মানিকগঞ্জে জেলার হাটিপাড়া ইউনিয়নের বরুন্ডী মাঠে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৩ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার বিকেলে সদর উপজেলার বরুন্ডী উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠে পারফেক্ট ফুটওয়্যার গ্রুপের ব্যাবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার সারোয়ার আলমের সার্বিক অর্থায়নে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।

ফাইনাল খেলায় গোলাইডাঙ্গা ফুটবল একাডেমীকে ০-১ গোলে পরাজিত করে বালুচর আনোয়ার একাডেমী দল। এরপর ট্রফিসহ বিজয়ী দলকে এক লক্ষ ও রানারআপ দলকে ৫০ হাজার টাকার নগর্দাথ বিতরণ করেন ইঞ্জিনিয়ার সারোয়ার আলম।
এছাড়া উপস্থিত ছিলেন মানিকগঞ্জ দুই আসনের সাংসদ মমতাজ বেগম, ভিপি সহিদ, হাটিপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম মনির হোসন সহ হাজারো খেলা দর্শক ও আগত অতিথীরা। অনুষ্ঠানে সভাপতিত করেন মজ্ঞুর রহমান মুন্নু।