
ঢাকা: আগামী ২৩ সেপ্টেম্বর রাজধানীর সেনানিবাসের সেনাকুঞ্জ মিলনায়তনে বিয়ের অনুষ্ঠানের আয়োজন হতে যাচ্ছে জনপ্রিয় অনলাইন শিক্ষাদান প্রতিষ্ঠান ‘১০ মিনিট স্কুল’-এর প্রতিষ্ঠাতা ও প্রেরণাদায়ী বক্তা আয়মান সাদিক ও টেন মিনিটস স্কুলের ইংরেজি শিক্ষক মুনজেরিন শহীদ।
দুই তরুণের প্রেমের সম্পর্ক নিয়ে গত কয়েক বছর ধরেই গুঞ্জন চলে আসছিল। এবার তারা গাঁটছড়া বাঁধতে যাচ্ছেন।
তাদের বিয়ের একটি কার্ড ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। তাতে দেখা যায়, অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল তায়েবুর রহমান ও শারমিন আক্তারের ছেলে আয়মান সাদিক এবং শহীদ উদ্দিন আহমেদ চৌধুরী ও মনোয়ারা শহীদের মেয়ে মুনজেরিন শহীদের বিবাহোত্তর সংবর্ধনার কথা লেখা রয়েছে।