
মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৮তম অধিবেশনে যোগ দিতে ১৭ সেপ্টেম্বর ২০২৩ রোববার স্হানীয় সময় রাত ১০.৫০ মিনিটে নিউইয়র্ক জেএফকে আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছালে যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্টদূত মোহাম্মদ ইমরান ও জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্হায়ী প্রতিনিধি মোহাম্মদ আব্দুল মুহিত ফুল দিয়ে স্বাগত জানান।
বিষয়টি নিশ্চিত করেছে প্রধানমন্ত্রীর প্রেস উইং।
আন্তর্জাতিক এই সম্মেলনে এবারের প্রতিপাদ্য বিশ্বাস পুনর্গঠন ও বিশ্ব সংহতির পুনরুদ্ধার: ২০৩০ এজেন্ডা বাস্তবায়নে ত্বরান্বিত পদক্ষেপ, টেকসই উন্নয়ন লক্ষ্যে শান্তি, সমৃদ্ধি, অগ্রগতি এবং সবার জন্য স্থায়িত্বের দিকে।