
একাধিক মিডিয়ায় ব্যান্ডেজ বাঁধা অবস্থায় ইমরান খানকে দেখা গেছে। ছবি: সংগৃহিত
সরকারবিরোধী লংমার্চে গিয়ে গুলিবিদ্ধ হন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান ইমরান খান। অসুস্থ ইমরান খান হাসপাতালে ভর্তি হয়েছেন। আন্তর্জাতিক গণমাধ্যম ডন জানিয়েছে, বর্তমানে ইমরান খান শঙ্কামুক্ত। তার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে বলে জানিয়েছেন চিকিৎসক।
নির্বাচনের দাবিতে পাকিস্তাজুড়ে লংমার্চ পালনের অংশ হিসেবে গত বুধবার (২.১১.২২) ওয়াজিরাবাদে সমাবেশ করছিলেন সাবেক এই প্রধানমন্ত্রী। সেখানেই গুলিবিদ্ধ হন তিনি।
এদিকে, ইমরান খান গুলিবিদ্ধ হওয়ার পর দেশজুড়ে বিক্ষোভ শুরু করে হাজার হাজার নেতাকর্মীসহ সাধারন মানুষ।