
মুন্সিগঞ্জ সদর এর এ ভি জি এম স্কুলের ছাত্রীরা রাস্তায় আজ রবিবার দুপুর দুইটার সময় মুন্সিগঞ্জের এ ভি জি এম, বালিকা বিদ্যালয় এর ছাত্রীরা জেলা প্রশাসকের অফিসের সামনে মানববন্ধন করেন।
ছাত্রী এবং অভিভাবকদের সাথে কথা বলে জানা যায় যে তাদের প্রিয় একজন শিক্ষক ইব্রাহিম কবীর, যে শিক্ষার্থীদের পড়ালেখার জন্য খুবই ভালো, বেশিরভাগ ছাত্রছাত্রী শিক্ষক ইব্রাহিমের নিকট পড়ালেখা করতে আগ্রহী হয়ে ওঠে।
কিন্তু বিধিবাম ওই বিদ্যালয়ের অন্যান্য শিক্ষকগন এটা সহজভাবে মেনে নিতে পারিনি, তাই তাকে অন্যত্র বদলি করে দেয়, আর এই বদলি জনিত কারণেই ছাত্রীরা রাস্তায় নেমে পড়ে শিক্ষকের বদলি ঠেকাতে, শেষ খবর পাওয়া পর্যন্ত ছাত্রীদের কয়েকজন জেলা প্রশাসকের সাথে দেখা করেন এবং তাদের সমস্যা তুলে ধরেন।