
সিরিয়ায় একটি সামরিক কলেজে ড্রোন হামলায় অন্তত ১০০ জন নিহত ও আহত হয়েছেন আরও ২৪০ জন।
এখন পর্যন্ত কোনো গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেনি। সিরিয়ার সামরিক বাহিনী জানিয়েছে, বৃহস্পতিবার একাদিক ড্রোন হামলা চালানো হয়েছে। তাদের দাবি, আন্তর্জাতিক সমর্থনপুষ্ট কোনো সশস্ত্র গোষ্ঠী এই হামলা চালিয়েছে।
জাতিসংঘ মহাসচিব অ্যান্থনিও গুতেরেস এই ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বলে জানিয়েছেন তার মুখপাত্র স্টিফেন দুজারিক।