ঢাকা, ১৮ মে ২০২৪, শনিবার, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

বিএনপি-জামাতকে জবাব দেয়া হবে- জাসদ

রাজনীতি | নিজস্ব প্রতিবেদক

(৬ মাস আগে) ২ নভেম্বর ২০২৩, বৃহস্পতিবার, ৪:৫৫ অপরাহ্ন

banglahour

ঢাকা: সন্ত্রাসী বিএনপি-জামাতের অগ্নিসংযোগ, হামলা, ভাংচুর, নৈরাজ্য প্রতিহত করা এবং যথাসময়ে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিশ্চিতের দাবিতে আজ ২ নভেম্বর ২০২৩ বৃহস্পতিবার দুপুর ২টায় বঙ্গবন্ধু এভিনিউয়ে জাসদ চত্বরে সংক্ষিপ্ত সমাবেশে শেষে একটি মিছিল বঙ্গবন্ধু এভিনিউ, জিরো পয়েন্ট, পল্টন, মুক্তাঙ্গন, বায়তুল মোকারম, স্টেডিয়াম এলাকা প্রদক্ষিন করে। 

মিছিলপুর্ব সমাবেশে বক্তব্য রাখেন, জাসদ সহ-সভাপতি ঢাকামহানগর উত্তর সভাপতি বীরমুক্তিযোদ্ধা সফি উদ্দিন মোল্লা, জাসদের যুগ্ম সাধারণ সম্পাদক রোকনুজ্জামান রোকন, জাসদ যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ মোহসীন,  জাতীয় শ্রমিক জোট সভাপতি বীরমুক্তিযোদ্ধা সাইফুজ্জামান বাদশা, জাতীয় যুব জোট সভাপতি শরিফুল কবির স্বপন,  জাসদের দফতর সম্পাদক সাজ্জাদ হোসেন, সহ-সম্পাদক আলী হাসান তরুন, মোহাম্মদ সামসুল ইসলাম সুমন, কাজী সাইমুল হক,  জাসদ নেতা মোঃ হুমায়ুন কবীর সরদার, যুব জোট সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম সুজন, ছাত্রলীগের সাবেক সভাপতি আহসান হাবিব শামীম, বাংলাদেশ ছাত্রলীগ(ন-মা) সভাপতি রাশিদুল হক ননী প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন, বিএনপি-জামাতের ঘাতকচক্ররা গুপ্ত হামলার পথ বেছে নিয়েছে। গত ২৮ অক্টোবরের তান্ডবের পর বিএনপি-জামাতের আগুনসন্ত্রাসীরা পরিকল্পিতভাবে যানবাহনে অগ্নিসংযোগ করে মানুষকে পুড়িয়ে হত্যা করার পৈশাচিকপন্থা বেছে নিয়েছে। চক্রটি নৈরাজ্য সৃষ্টির করে অস্বাভাবিক পরিস্থিতিতে দেশকে সংবিধানের বাইরে নিয়ে যেতে চায়। বক্তারা হুশিয়ারি উচ্চারন করে বলেন, বিএনপি-জামাতের এ হীনচক্রান্ত জাসদ, ১৪দল এবং জনগণকে সাথে নিয়ে রুখে দিবে। বক্তারা বলেন, সকল ধরনের দেশী-বিদেশী ষড়যন্ত্র-চক্তান্ত রুখে দিয়ে যথাসময়ে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিশ্চিত করার মাধ্যমে সন্ত্রাসী বিএনপি-জামাতের পৈশাচিকতার জবাব দিবে।

রাজনীতি থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাহমুদ সোহেল
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ:+৮৮ ০১৯ ১৫৩৬ ৬৮৬৫
contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com