
ঢাকা: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জনের পর বাংলাদেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ায় শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং।
বৃহস্পতিবার (১১ জানুয়ারি) এক অভিনন্দন বার্তায় শি জিনপিং বলেন, চীন ও বাংলাদেশ পুরোনো বন্ধুত্বপূর্ণ প্রতিবেশী দেশ। কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার পর থেকে গত ৪৯ বছরে দুই দেশ একে অপরকে সম্মান করেছে, সমান চোখে দেখেছে এবং সুবিধা ভাগাভাগি করে নিয়েছে।
গত আগস্টে দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠকের কথাও বার্তায় উল্লেখ করেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং।