ঢাকা, ৫ মে ২০২৪, রবিবার, ২২ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

দেশ এখন ভারত নির্ভর হয়ে গেছে, স্বাধীনতা নিয়ে আমরা শঙ্কিত- ইআ

রাজনীতি | নিজস্ব প্রতিবেদক

(২ মাস আগে) ১০ ফেব্রুয়ারি ২০২৪, শনিবার, ১০:১৬ পূর্বাহ্ন

banglahour

ঢাকা: ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব প্রিন্সিপাল হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ বলেছেন, দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব নিয়ে আমরা চরমভাবে উদ্বিগ্ন। ডামি নির্বাচনকে ভারত সমর্থন করায় দেশ এখন পুরোপুরি ভারত নির্ভর হযে গেছে। এজন্য পররাষ্ট্র মন্ত্রী বলেছেন, ভারত ৭ জানুয়ারির নির্বাচনে আমাদের সহযোগিতা করেছে। 

প্রহসনের ডামি নির্বাচনকে ভারত সমর্থন করায় ভারতের বিরুদ্ধে কথা বলার সাহস হারিযে ফেলেছে। সীমান্তে বিজিবি সদস্যসহ অসংখ্য বাংলাদেশী হত্যা করলেও বাংলাদেশ প্রতিবাদ করার সাহসে রাখে না। তিনি বলেন, ভঙ্গুর ও নতজানু পররাষ্ট্রনীতির ফলে আজ দেশের নিরাপত্তা চরম হুমকির মুখে পড়েছে। প্রতিদিন সীমান্তে প্রতিবেশী রাষ্ট্র সমূহ বাংলাদেশের জনগণকে লাশ উপহার দিচ্ছে। অথচ ফ্যাসিস্ট সরকার আধিপত্যবাদের তাঁবেদারী করতে গিয়ে তার কোনো প্রতিবাদ করতে পারছে না। দেশে অনির্বাচিত সরকার দীর্ঘ সময় রাষ্ট্রীয় ক্ষমতায় থাকার ফলে কার্যত দেশের ভৌগোলিক সীমানা অরক্ষিত হয়ে পড়েছে।

শুক্রবার বিকেলে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ বি-বাড়ীয়া জেলা শাখার উদ্যোগে শহরের টিএ রোডস্থ আইএবি মিলনায়তনে অনুষ্ঠিত জেলা সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এতে বিশেস অতিথি ছিলেন দলের প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান, ইসলামী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন বিষয়ক সম্পাদক শেখ মাহবুবুর রহমান নাহিয়ানঅধ্যাপক মাওলানা আবল কালাম আজাদ, মাওলানা নিয়াজুল করমি, সৈয়দ আনোয়ার হোসেন লিটন, মুহাম্দ শাহ আলম, মুফতি আশরাফুল ইসলাম বিলাল। জেলা সভাপতি এম আবু হানিফ নোমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে জেলা ও থানা নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

মহাসচিব বলেন, জনগণ ভোট ও ভাতের ন্যায্য অধিকার হারিয়েছে, দেশে আজ মানুষের বাকস্বাধীনতা নেই, এমনকি মানুষের জান ও মালেরও কোনো নিরাপত্তা নেই। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে ক্ষমতাসীন গোষ্ঠীর লোকেরা ধর্ষণ করছে। প্রশাসনের কতিপয় ব্যক্তি গ্রেফতারকৃত স্বামীকে ফিরিয়ে দেয়ার প্রলোভন দেখিয়ে স্ত্রীকে কুপ্রস্তাব দিচ্ছে। দেশের এই ক্রান্তিকালে জনগণের অধিকার সুনিশ্চিত করতে ছাত্র আন্দোলনকে সর্বোচ্চ ঝুঁকি নিয়ে ভূমিকা পালন করতে হবে। 
মহাসচিব মাওলানা ইউনুছ আহমাদ বলেন, ট্রান্সজেন্ডারের নামে সমকামিতাকে প্রমোট করার ষড়যন্ত্র থেকে ফিরে আসার আহ্বান জানান। তিনি শিক্ষা সিলেবাস পরিবর্তন করে মুসলিম জাতিসত্তার আলোকে প্রনয়ণের দাবি জানান।ৎ

সম্মেলন শেষে এম আবু  হানিফ নোমানকে সভাপতি, সৈয়দ তাহসিন আহমদকে সহ-সভাপতি, শেখ আরিফ বিল্লাহ আজিজীকে সাধারণ সম্পাদক করে বি-বাড়ীয়া জেলা শাখার ২০২৪ সেশনের নতুন কমিটি ঘোষণা করেন।

রাজনীতি থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাহমুদ সোহেল
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ:+৮৮ ০১৯ ১৫৩৬ ৬৮৬৫
contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com