ঢাকা, ২৯ এপ্রিল ২০২৪, সোমবার, ১৬ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

বিনিয়োগকারীদের বিনিয়োগ পরবর্তী সকল সেবা প্রদানে বিডা বদ্ধপরিকর

অর্থনীতি | নিজস্ব প্রতিবেদক

(২ মাস আগে) ১৮ ফেব্রুয়ারি ২০২৪, রবিবার, ৭:২২ অপরাহ্ন

banglahour

ঢাকা: স্মার্ট বিনিয়োগ সেবা প্রদানের লক্ষ্যে আমরা ওএসএস প্লাটফর্মের মাধ্যমে ডিজিটাল বিনিয়োগ সেবা প্রদান সহ, বিনয়োগ পরবর্তী সবসময়েও বিনিয়োগকারীদের সেবা প্রেদান করে আসছি। বিনিয়োগের পরবর্তী সময়ে একজন বিনিয়োগকারী ই-কর্মাস, ট্রেড মার্ক ইস্যু, ভিসা ইস্যু, যন্ত্রপাতি আমদানি সহ বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবেলা করে থাকেন, আমরা ইনভেস্টমেন্ট আফটারকেয়ার উইং এর মাধ্যমে বিনিয়োগকারীদের সেই সকল চ্যালেঞ্জ ও সমস্যা সমাধানের লক্ষ্যে, যাবতীয় পরামর্শ, সাহায্য ও সেবা প্রদানে বদ্ধপরিকর। এসময়ে তিনি, জাপানের সাথে বাংলাদেশের বন্ধুত্বের সম্পর্ক উল্লখ্যে করে বলেন, বাংলাদেশের জন্ম লগ্ন থেকেই জাপান বাংলাদেশের অন্যতম ভালো এবং আমাদের উন্নয়নের সহযোগী হিসাবে কাজ করে আসছে, সম্প্রতি আমাদের অবকাঠামো উন্নয়নে জাপানের অবদান অনস্বীকার্য।

রবিবার (১৮ ফেব্রুয়ারি) বিডা’র মাল্টিপারপাস হলে অনুষ্ঠিত “ meet with Japanese Investors; "Investment Facilitation and Aftercare Services " শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে বিডা’র নির্বাহী চেয়ারম্যান (সিনিয়র সচিব), জনাব লোকমান হোসেন মিয়া একথা বলেন।

এসময়ে বিডা’র নির্বাহী চেয়ারম্যান বলেন,  গত ১৫ বছর ধরে মাননীয় প্রধানমন্ত্রীর ভিশনারী  দক্ষ নেতৃত্বে আর্থ সামাজিক এবং অবকাঠামোগত উন্নয়নের ফলে বাংলাদেশে চমৎকার বিনিয়োগ পরিবেশ তৈরি হয়েছে। আর স্মার্ট  বিনিয়োগ সেবা  প্রদানের লক্ষ্যে কাজ করে চলছে বিডা। 

দিনব্যাপী আয়োজিত এ কর্মশালায়, বিডার নির্বাহী সদস্য জনাব অভিজিৎ চৌধুরীর সভাপতিত্বে   বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন  জাপান বাংলাদেশ চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাট্রি এর সভাপতি  Mr. Myung Ho Lee  (মিউং হো লি )  ও কাজুনোরি ইয়ামাদা ডেপুটি কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ অফ জেট্রো।

বিশেষ অতিথির বক্ত্যবে বাংলাদেশের ক্রম উন্নয়নের প্রশংসা করে Mr. Myung Ho Lee  (মিউং হো লি )   বলেন,  বর্তমান বিশ্বে বাংলাদেশ বিনিয়োগের অন্যতম সেরা গন্তব্য, এখানে নিরাপদ বিনয়োগ পরিবেশ বিরাজ করছে এবং দেশটিতে ক্রম উন্নয়নের ফলে বাংলাদেশ ২০২৬ এলডিসি গ্রাজুয়েশন লাভ করবে, তাই জাপানি বিনিয়োগকারীগণ বাংলাদেশে বিনিয়োগ করতে বিশেষ আগ্রহী। এসময়ে তিনি আরো বলেন বাংলাদেশে ৭১% জাপানি কোম্পানি তাদের ব্যবসা ও বিনিয়োগ বৃদ্ধি করেছে। বর্তমানে বাংলাদেশে ৩৪০ টি জাপানি কোম্পানি থাকলেও আগামী ২/৩ বছরের ভিতরে সেই সংখ্যা ৫০০ অধিক হবে, এসময়ে তিনি জানান আনেক  জাপানি এসএমই কোম্পানি বাংলাদেশে দ্রুত বিনিয়োগ করবে।

কর্মশালায় সভাপতির বক্ত্যবে বিডার নির্বাহী সদস্য অভিজিৎ চৌধুরী বলেন, বর্তমানে জি টু জি এর মাধ্যমে  জাপান ও বাংলাদেশ যৌথ ভাবে বাংলাদেশের উন্নয়নে কাজ করে চলেছে এবং দিন দিন বাংলাদেশে জাপানি বিনিয়োগ বৃদ্ধি পাচ্ছে। বর্তমানে বিডা বিনিয়োগকারীদের সাথে সার্বিক যোগাযোগ রেখে চ্যালেঞ্জ মোকাবেলাসহ বিভিন্ন সমস্যা সমাধানে নিরলস কাজ করে চলেছে। এসময়ে তিনি জাপানি বিনয়গকারীদের অধিক হারে বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানিয়ে বলেন, বিনিয়োগকারীদের সকল সেবা প্রদানের জন্য বিডা সব সময়ে বিনিয়োগকারীদের পাশেই আছে।

কর্মশালায় বিডা’র মহাপরিচালক মোঃ আরিফুল হক “ Investment Facilitation and Aftercare services of BIDA উপস্থাপন করেন এবং বিডার সহকারী পরিচালক সাইফুল ইসলামের সঞ্চালনায় স্বাগত বক্তব্য প্রদান করেন বিডার নির্বাহী সদস্য মিজ মোহসিনা ইয়াসমিন,  এবং অন্যানের মধ্যে Gintautas Dirgela (গিন্টৌতাস দিরগেলা)  পরিচালক, কর্পোরেট অ্যাফেয়ার্স অ্যান্ড কমিউনিকেশনস, জেটি ইন্টারন্যাশনাল বাংলাদেশ লিমিটেড,  Manabu Sugawara (মানাবু সুগাওয়ারা), কান্ট্রি হেড,  মারুবেনী কর্পোরেশনের বাংলাদেশ, লিটন চন্দ্র সরকার, জেনারেল ম্যানেজার, কর্পোরেট অ্যাফেয়ার্স, ডিবিএল, গ্রুপ, আব্দুল হক, ব্যবস্থাপনা পরিচালক, HAQ’S BAY অটোমোবাইলস লিমিটেড, তারেক রাফি ভূঁইয়া (জুন), ব্যবস্থাপনা পরিচালক, ওহাইও স্টেট ইউনিভার্সিটি, মার্কিন যুক্তরাষ্ট্র প্রমুখ বক্তব্য রাখেন। কর্মশালায়  JICA, JETRO, JBCCI, JCAID সহ বিভিন্ন জাপানি কোম্পানির প্রায় ১০০ প্রতিনিধি অংশগ্রহণ করেন। 

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাহমুদ সোহেল
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ:+৮৮ ০১৯ ১৫৩৬ ৬৮৬৫
contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com