ঢাকা, ১৮ মে ২০২৪, শনিবার, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

একমাত্র শিক্ষাই পারে দারিদ্র্যের দুষ্টু চক্র ভাঙতে- শেখ তাপস

শিক্ষা | নিজস্ব প্রতিবেদক

(১ বছর আগে) ১৪ নভেম্বর ২০২২, সোমবার, ১০:১৬ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ১০:৩২ অপরাহ্ন

banglahour

ঢাকা: একমাত্র শিক্ষায় দারিদ্র্যের দুষ্টু চক্র ভাঙতে পারে বলে মন্তব্য করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ঢাদসিক) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।

আজ সোমবার (১৪ নভেম্বর) রাতে শুক্রাবাদস্থ ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের ৭১ মিলনায়তনে 'এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের বিশ্ববিদ্যালয়সমূহের সংগঠনের ১৫তম সাধারণ সম্মেলন (এইউএপি), 15th General Conference of Association of Universities of Asia and the Pacific(AUAP)' এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ঢাদসিক) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস এ কথা বলেন।

ঢাদসিক মেয়র ব্যারিস্টার শেখ তাপস বলেন, “এ বাস্তবতা বারেবারে প্রমাণিত যে -- শিক্ষা ছাড়া কোন কিছুই সম্ভব নয়। শুধু শিক্ষায় পারে একটি জাতির মজবুত ভিত গড়ে দিতে। শিক্ষায় পারে একটি জাতিতে মহান জাতিতে পরিণত করতে। একমাত্র শিক্ষায় পারে দারিদ্র্যের দুষ্টু চক্র ভাঙতে।”

অনুষ্ঠানে এইউএপি এর সভাপতি ড. পিটার পি লরেল, এইউএপি এর প্রথম সহ-সভাপতি ও ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি'র চেয়ারম্যান ড. মো. সবুর খান, জাগরণন লেকসিটি ইউনিভার্সিটি'র চ্যান্সেলর ও এইউএপি এর দ্বিতীয় সহ-সভাপতি হরি মোহন গুপ্ত অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন।

উল্লেখ্য যে, আজকের অধিবেশনের মাধ্যমে ৩ দিনব্যাপী এই সম্মেলনের যাত্রা শুরু হলো। সম্মেলনে ১০টি দেশের ৩০টি বিশ্ববিদ্যালয়ের ৫০ জনেরও বেশি প্রতিনিধি অংশ নিচ্ছেন।

শিক্ষা থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাহমুদ সোহেল
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ:+৮৮ ০১৯ ১৫৩৬ ৬৮৬৫
contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com