ঢাকা, ২৯ এপ্রিল ২০২৪, সোমবার, ১৬ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

৬ষ্ঠ শ্রেনীর ছাত্রীকে ধর্ষণ চেষ্টা, আসামীকে গ্রেফতারের দাবিতে মানববন্ধন

সারাদেশ | নিজস্ব প্রতিবেদক

(২ মাস আগে) ২৭ ফেব্রুয়ারি ২০২৪, মঙ্গলবার, ৫:৪৪ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ৫:৫৭ অপরাহ্ন

banglahour

মানব বন্ধনে শিক্ষার্থী ও শিক্ষকগণ ডানে অভিযুক্ত সজল মাতুব্বর।

বরিশাল: ২১ শে ফ্রেরুয়ারী বুধবার দুপুর ১২ টার সময় বরিশাল জেলার মেহেন্দীগঞ্জ উপজেলার ১০ নং আলিমাবাদ ইউনিয়নের পাতাবুনিয়া মাধ্যমিক বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্রী মোসাঃ তানজিলা (১১) স্কুলে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করে তার নিজ বাড়ি রওয়ানা করেন এ সময় একই গ্রামের বাসিন্দা টুলু মাতুব্বর এর ছেলে সজল মাতুব্বর তানজিলা কে জোর করে একটি পরিত্যক্ত ঘরে নিয়ে যায় এবং তানজিলাকে ধর্ষণের চেষ্টা চালায়।

মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) এর প্রতিবাদে তার শিক্ষা প্রতিষ্ঠান পাতাবুনিয়া মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক, ম্যানেজিং কমিটি, ছাত্র ছাত্রী ও সকল কর্মকতা এবং নন্দপুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ছাত্র ছাত্রী ও শিক্ষক অভিভাবক বৃন্দ স্কুলের মাঠে মানব বন্ধন করেন।

এসময় পাতাবুনিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ নিজাম উদ্দিন বলেন, এরকম অমানুষ যে এখন ও আলিমাবাদ ইউনিয়নে আছে তা জানা ছিলো না, আমরা পাতাবুনিয়া মাধ্যমিক বিদ্যালয়ের সকল শিক্ষক ও ছাত্র ছাত্রী এবং ম্যানেজিং কমিটি ও অভিভাবকে প্রসাশনের কাছে একটাই দাবী আসামী সজল মাতুব্বরকে দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনা হোক।

এ বিষয় আলিমাবাদ ইউনিয়নের চেয়ারম্যান ইমরান হোসেন বাপ্পি বলেন, মামলা হয়েছে  অপরাধী যেই হউক না কেন প্রশাসন তাকে গ্রেফতার করে আইনের আওতায় আনবে।

উক্ত মানববন্ধনে উপস্থিত ছিলেন, পাতাবুনিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ নিজাম উদ্দিন, সহপ্রধান শিক্ষক, মোঃ জহিরুল ইসলাম, সহকারী শিক্ষকা খাদিজা আক্তার ও সকল শিক্ষক ও কর্মকতাবৃন্দ।

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাহমুদ সোহেল
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ:+৮৮ ০১৯ ১৫৩৬ ৬৮৬৫
contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com