এবার নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন সিনেমা ফেলুবক্সী’র সিনেমার শুটিংয়ের ভিডিও দিয়েছেন নায়িকা। এখন থেকেই নিজের সিনেমার প্রচার চালাচ্ছেন পরী। শনিবার রাতে নিজের ফেসবুক পেজে নতুন লুকের ছবি দিয়ে লিখেছেন,ফেলুবক্সী’র লাবণ্য।
সিনেমায় অনিয়মিত হয়ে যাওয়া পরীমনি সম্প্রতি পশ্চিমবঙ্গে গিয়ে টালিউডে নিজের ক্যারিয়ারের প্রথম সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন। এরপর থেকে নতুন সিনেমা ‘ফেলুবক্সী’ নিয়ে দুই বাংলায় শুরু হয় আলোচনা।
কবে কখন শুরু হবে সিনেমার শুটিং, আর কোন কোন অভিনেতা–অভিনেত্রী থাকছেন, এমন প্রশ্ন ঘুরপাক খেতে শুরু করে ভক্ত-অনুরাগীদের মাঝে। তবে ধীরে ধীরে সিনেমাটির বিস্তারিত জানাতে শুরু করে বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের সংবাদমাধ্যমগুলো। এমনকি পরী নিজেই ‘ফেলুবক্সী’ নিয়ে নিয়মিত তথ্য দিচ্ছেন সামাজিক মাধ্যমে। প্রতিনিয়তই সিনেমার শুটিং নিয়ে আপডেট দিয়ে যাচ্ছেন অভিনেত্রী। কলকাতা টু ঢাকা করে সময় কাটছে নায়িকার।
উল্লেখ্য, ফেলুবক্সী’তে পরীমনি ছাড়াও অভিনয় করছেন পশ্চিমবঙ্গের জনপ্রিয় হিরো সোহম চক্রবর্তী ও নায়িকা মধুমিতা সরকার।