ঢাকা, ৪ মে ২০২৪, শনিবার, ২১ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

১০০ কোটি টাকা ক্ষয়ক্ষতির দাবি

খুলনায় পাটকলের আগুন ৮ ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে

সারাদেশ | অনলাইন ডেস্ক

(৪ সপ্তাহ আগে) ৪ এপ্রিল ২০২৪, বৃহস্পতিবার, ১১:৪৩ পূর্বাহ্ন

banglahour

গতকাল বুধবার বিকাল সাড়ে ৫টার দিকে রূপসা উপজেলার ৩ নম্বর নৈহাটি ইউনিয়নের জাবুসা চৌরাস্তা সংলগ্ন সালাম জুট মিলে লাগা আগুন ফায়ার সার্ভিস ও নৌ বাহিনীর ৮ ঘণ্টার চেষ্টায় খুলনার অবশেষে নিয়ন্ত্রণে এসেছে।

খুলনা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক মো. ফারুক হোসেন শিকদার বলেন, বুধবার রাত দেড়টার দিকে পাটকলের আগুন নিয়ন্ত্রণে এসেছে। তবে চারটি গোডাউনে থাকা কাঁচা পাট ও প্রক্রিয়াজাত অবস্থায় থাকা সব পাটই পুড়ে গেছে।

আগুন নিয়ন্ত্রণে স্থানীয়ভাবেও চেষ্টা চলতে থাকে। তবে অল্প সময়ের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে। এ সময় কর্মরত শ্রমিকরা ভয়ে পাটকলের গুদাম থেকে বেরিয়ে আসেন।

ফারুক হোসেন জানান, খবর পেয়ে প্রথমে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ও পরে খুলনার বিভিন্ন স্টেশন থেকে আরও ১২টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে যোগ দেয়। যোগ দেয় নৌ বাহিনীরও দু’টি ফায়ার ইউনিট।

ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা বলেন, “অল্প সময়ে আগুন ছড়িয়ে পড়ায় এবং পাটকলটিতে দ্রুত আগুন নিয়ন্ত্রণের নিজস্ব ব্যবস্থা না থাকায় বেগ পেতে হয়েছে।

“আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্তের পরে জানা যাবে বলে জানান ওই কর্মকর্তা।
এদিকে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত ধারণা করে শত কোটি টাকার বেশি ক্ষতির দাবি করেছে পাটকলটির মালিক পক্ষ।

পাটকলটির ব্যবস্থাপক বশির আহম্মেদ বলেন, “আমাদের চারটি গোডাউন ছিল। এর মধ্যে একটিতে প্রক্রিয়াজাত পাট আর বাকি তিনটিতে কাঁচা পাট ছিল।

“৩ নম্বর গুদামে অবস্থিত একটি মেশিনে যান্ত্রিক ত্রুটির কারণে শর্ট সার্কিট হয়ে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এরপর অল্প সময়ের মধ্যে ২ নম্বর ও ১ নম্বর গুদামেও আগুন ছড়িয়ে পড়ে।”

পাটকলটির স্বত্বাধিকারী এম এম এ সালাম সাংবাদিকদের জানান, তিনটি গুদামে ৭৫০ টন উৎপাদিত পণ্য ছিল, যার আনুমানিক মূল্য ১০ কোটি ৫০ লাখ টাকা। এছাড়া ১ হাজার ৩০০ টন কাঁচাপাট ছিল, যার আনুমানিক মূল্য প্রায় ২০ কোটি।

এছাড়া যন্ত্রপাতিসহ আরও অনেক পণ্য গুদামে ছিল বলে জানান তিনি।

তিনি দাবি করেন, আগুনে সবমিলিয়ে ১০০ কোটি টাকার বেশি ক্ষয়ক্ষতি হয়েছে।

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাহমুদ সোহেল
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ:+৮৮ ০১৯ ১৫৩৬ ৬৮৬৫
contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com