ঢাকা, ২৬ এপ্রিল ২০২৫, শনিবার, ১৩ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

ছুটির দিনও যেকারণে যেসব এলাকায় আজ ব্যাংক খোলা

অর্থনীতি | অনলাইন ডেস্ক

(১ বছর আগে) ৮ এপ্রিল ২০২৪, সোমবার, ১০:১৬ পূর্বাহ্ন

banglahour

ঈদুল ফিতর উপলক্ষে সরকারি ছুটির মধ্যেও আজ রোববার (৭ এপ্রিল) কিছু এলাকায় সীমিত পরিসরে ব্যাংক খোলা রয়েছে।

মূলত কারখানার কর্মীদের বেতন-বোনাস দেওয়ার সুবিধার্থে পোশাকশিল্প এলাকায় আজ ব্যাংক খোলা থাকবে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।

জানা গেছে, ঢাকা মহানগরী, আশুলিয়া, টঙ্গী, গাজীপুর, সাভার, ভালুকা, নারায়ণগঞ্জ ও চট্টগ্রামে অবস্থিত তফসিলি ব্যাংকের তৈরি পােশাকশিল্প সংশ্লিষ্ট শাখাগুলো পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করে ছুটির দিন খোলা রয়েছে।


সংশ্লিষ্ট এসব এলাকায় অবস্থিত শাখার অফিস সময়সূচি হবে সকাল সাড়ে ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত। লেনদেন চলবে ১টা পর্যন্ত।


ঈদের আগের সাপ্তাহিক ছুটির দুই দিন ৫ ও ৬ এপ্রিলও সীমিত পরিসরে ব্যাংক খােলা ছিল। ঈদুল ফিতর উপলক্ষে তৈরিপােশাকশিল্পে কর্মরত শ্রমিক কর্মচারী/কর্মকর্তাদের বেতন-ভাতা ও রপ্তানি বিল ক্রয়ের জন্য বাণিজ্যিক ব্যাংকের সংশ্লিষ্ট শাখাগুলো খোলা ছিল।

শুক্রবার লেনদেন হয়েছিল সাড়ে ৯টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত, অফিস চলেছিল বিকেল ৩টা পর্যন্ত।

শনিবার ব্যাংক লেনদেন হয়েছিল সকাল সাড়ে ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত। অফিস চলেছিল বিকেল ৩টা পর্যন্ত।

অর্থনীতি থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ:+৮৮ ০১৯ ১৫৩৬ ৬৮৬৫
contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com