ঢাকা, ৩ মে ২০২৪, শুক্রবার, ২০ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

লঞ্চে ঘরমুখো মানুষের ভোগান্তিহীন যাত্রা

সারাদেশ | অনলাইন ডেস্ক

(৩ সপ্তাহ আগে) ৮ এপ্রিল ২০২৪, সোমবার, ১১:২১ পূর্বাহ্ন

banglahour

ছবি: সময় সংবাদ

চাঁদ দেখা সাপেক্ষে আরমাত্র দু-তিনদিন পর ঈদুল ফিতর। তাই পরিবারের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে নাড়ির টানে বাড়ি ফিরছেন মানুষ। আবারও সেই চিরচেনা হাঁকডাকে ব্যস্ত সদরঘাট। সাইরেন বাজিয়ে পূর্ণ যাত্রী নিয়েই ঘাট ছাড়ছে একের পর এক লঞ্চ।

গত কদিনের তুলনায় সদরঘাটে রোববার (৭ এপ্রিল) ঘরমুখো মানুষের ভিড় ছিল চোখে পড়ার মত। স্বস্তি নিয়ে এই যাত্রায় শামিল হতে পেরে সবার চোখেমুখে হাসির খুশির ঝিলিক। তবে, ভ্যাপসা গরম কিছুটা বেকায়দায় ফেললেও বাড়ি ফেরার আনন্দের কাছে হার মানে সবকিছু।

পদ্মা সেতু চালুর পর নৌপথে চাপ কিছুটা কমলেও এবারের ঈদ যাত্রায় স্বস্তিদায়ক বাহন হিসেবে লঞ্চকে বেছে নিয়েছেন দক্ষিণবঙ্গবাসী। ঝামেলা ছাড়াই লঞ্চে উঠে নির্বিঘ্নে যাত্রা করতে পেরে খুশি যাত্রীরা।

যাত্রীরা বলছেন, প্রিয়জনের সঙ্গে খুশি ভাগাভাগি করতেই বাড়ি যাওয়া। বিগত পাঁচ-সাত বছরের তুলনায় এক জার্নি অনেকটা আরামদায়ক হয়েছে। সড়ক থেকে নৌপথে বাড়ি যেতে ভালো লাগছে। পদ্মা সেতুর কারণে লঞ্চে আগের মতো ভিড়টা নেই। লঞ্চ ছাড়ার আগ মহূর্তে এলেও সিট মিলছে। এবারের যাত্রাটা ভোগান্তিহীন হচ্ছে।
 
এদিকে নির্দিষ্ট সময় বেঁধে না থাকলেও সকাল থেকে ৭০টি লঞ্চ ছেড়ে গেছে সদরঘাট থেকে। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) বলছে, এবার কোনো রকম দুর্ভোগ ছাড়াই ঈদ যাত্রা করছেন যাত্রীরা।

বিআইডব্লিউটিএর যুগ্ম-পরিচালক মো. আলমগীর কবির বলেন, নৌপথে এবারের যাত্রা স্বস্তিদায়ক হচ্ছে। কারণ, লঞ্চের সংখ্যা অনেক। যাত্রী আনুপাতিক হারে অনেক কম। ফলে সহজেই যাত্রীরা নিজের পছন্দের সিট পাচ্ছেন।
 
আগামী তিনদিন আরও বেশি যাত্রী চাপ বাড়ার আশা প্রকাশ করেন বিআইডব্লিউটিএর এই কর্মকর্তা।

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাহমুদ সোহেল
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ:+৮৮ ০১৯ ১৫৩৬ ৬৮৬৫
contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com