ঢাকা, ৩০ এপ্রিল ২০২৪, মঙ্গলবার, ১৭ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

কক্সবাজারের চকরিয়ায় ইউপি নির্বাচনের জেরে যুবক খুন!

সারাদেশ | অনলাইন ডেস্ক

(১ সপ্তাহ আগে) ১৭ এপ্রিল ২০২৪, বুধবার, ৯:৪৪ পূর্বাহ্ন

সর্বশেষ আপডেট: ৯:৫১ পূর্বাহ্ন

banglahour

কক্সবাজারের চকরিয়ায় আধিপত্য বিস্তার ও গত ইউপি নির্বাচনের বিরোধের জেরে মো. সেলিম (৪৩) নামে এক যুবককে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। এ সময় শফিউল আলম (৪৪) নামে এক ব্যক্তিকে কুপিয়ে গুরুতর জখম করেছে সশস্ত্র সন্ত্রাসীরা।

 

মঙ্গলবার রাত ৮টার দিকে উপজেলার সুরাজপুর মানিকপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড উত্তরপাড়া নবীন ক্লাব এলাকায় এ হামলার ঘটনা ঘটে। 

নিহত মো. সেলিম ওই এলাকার নূর মোহাম্মদের ছেলে ও আহত শফিউল আলম একই এলাকার আবু সালামের ছেলে। 

নিহত সেলিমের বাবা নুর মোহাম্মদ জানান, স্থানীয় ১ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য জাহেদুল ইসলাম ও মো. সেলিমের মধ্যে গত ইউপি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা নিয়ে দ্বন্দ্ব চলে আসছিল। এর জের ধরে মঙ্গলবার রাত ৮টার দিকে মানিকপুর উত্তরপাড়া বাজার এলাকার নবীন ক্লাবের সামনে দাঁড়িয়ে থাকা অবস্থায় জাহেদুল ইসলাম ও তার ভাগিনা বাবুর নেতৃত্বে একদল সন্ত্রাসী অতর্কিত হামলা চালায়। এ সময় কিরিচ দিয়ে সেলিম ও শফিউল আলমকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে পালিয়ে যায়। 

পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সেলিমকে মৃত ঘোষণা করেন। আহত শফিউল আলমের অবস্থা গুরুতর হওয়ায় চমেক হাসপাতালে রেফার করা হয়।

প্রসঙ্গ বিগত ইউপি নির্বাচনে বর্তমান মেম্বার জাহেদুল ইসলামের সঙ্গে মো. সেলিম ও আহত শফির বড় ভাই শামসুল আলম প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন।

চকরিয়া থানার ওসি শেখ মোহাম্মদ আলী বলেন, নিহত সেলিম ও আহত শফিউল আলম দুজনই একটি হত্যা মামলার আসামি। এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের মধ্যে দ্বন্দ্বের জেরে এই হত্যার ঘটনা ঘটেছে।

 


 

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাহমুদ সোহেল
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ:+৮৮ ০১৯ ১৫৩৬ ৬৮৬৫
contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com