ঢাকা, ১৪ মে ২০২৪, মঙ্গলবার, ৩১ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

ভ্যানের মধ্যে ১ কেজি ওজনের ০৯ টি স্বর্ণের বার জব্দ

সারাদেশ | নিজস্ব প্রতিবেদক

(১ বছর আগে) ২৭ নভেম্বর ২০২২, রবিবার, ১:২৫ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ১:৪০ অপরাহ্ন

banglahour

বিজিবি'র যশোর ব্যাটালিয়ন কর্তৃক ০১ কেজি ওজনের ০৯ টি স্বর্ণের বার জব্দ।

যশোর: বিজিবি'র যশোর ব্যাটালিয়ন কর্তৃক অটোভ্যানের মধ্যে থাকা ০১ কেজি ওজনের ০৯ টি স্বর্ণের বার জব্দ করেছে যশোর ব্যাটালিয়ন।

শনিবার (২৬ নভেম্বর) রাতে গোপন সংবাদের ভিত্তিতে যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর অধিনায়ক, লেঃ কর্নেল শাহেদ মিনহাজ ছিদ্দিকী’র তত্ত্বাবধানে নায়ের সুবেদার মোঃ আবুল কালাম হোসেনের নেতৃত্বে বেনাপোল আমড়াখালী এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে স্বর্নের বার জব্দ করা হয়।

উক্ত অভিযানে আমড়াখালী হতে কাগজপুকুরগামী একটি অটোভ্যানকে থামানোর চেষ্টা করা হলে ভ্যান চালক বিষয়টি বুঝতে পেরে অত্যন্ত সুকৌশলে ভ্যান ফেলে দৌড়ে পালিয়ে যায়। পরবর্তীতে ভ্যানটি তল্লাশী করে ভ্যানের ছিটের সম্মুখ সারিতে কাঠের বাতা দিয়ে বিশেষ কায়দায় ঢেকে রাখা একটি গর্তের মধ্যে ০৯টি স্বর্ণের বার পাওয়া যায়। 

সোর্সের তথ্য অনুযায়ী ভ্যানটির চালক শার্শা উপজেলার বাগআচড়া, সাতমাইল এলাকার মৃত মহর আলীর ছেলে মোঃ মিলন। উক্ত পলাতক ব্যক্তিকে আটক করার জন্য বিজিবি’র প্রচেষ্টা অব্যাহত আছে। উদ্ধারকৃত ০৯টি স্বর্ণের বারের ওজন আনুমানিক ০১ কেজি এবং বর্তমান বাজারমূল্য ৯৩,৫০,০০০/- (তিরানব্বই লক্ষ পঞ্চাশ হাজার) টাকা। 

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাহমুদ সোহেল
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ:+৮৮ ০১৯ ১৫৩৬ ৬৮৬৫
contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com