ঢাকা, ১৪ মে ২০২৪, মঙ্গলবার, ৩১ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

রংপুর সিটি নির্বাচন: ফুরফুরে জাপা, আ.লীগে বিদ্রোহ

সারাদেশ | জুয়েল আহমেদ

(১ বছর আগে) ২৯ নভেম্বর ২০২২, মঙ্গলবার, ৮:০৪ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ২:১৪ অপরাহ্ন

banglahour

রংপুর: অবশেষে সব উদ্বেগ ও উৎকণ্ঠার অবসান ঘটিয়ে জাতীয় পার্টির একক প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিয়েছেন মোস্তাফিজার রহমান মোস্তফা। জাতীয় পার্টিতে রওশন এরশাদপন্থী হিসেবে গুঞ্জনে থাকা আব্দুর রউফ মানিক মনোনয়নপত্র কিনলেও শেষ পর্যন্ত তা জমা দেননি। 
সোমবার রাতে রাজধানীর একটি হোটেলে মোস্তাফিজার রহমান মোস্তফাকে সমর্থন দিয়েছেন রওশন এরশাদ। ফলে ফুরফুরে জাতীয় পার্টির একক প্রার্থী হিসেবে রংপুর সিটি কর্পোরেশন নির্বাচনে মাঠে থাকছেন সাবেক মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা।
মনোনয়ন জমা দেয়ার শেষ দিন মঙ্গলবার বেলা ১২ টায় দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে মনোনয়ন জমা দেন মোস্তফা।
এসময় মোস্তফা গনমাধ্যকর্মীদের বলেন, রংপুরের মানুষ অতীতে যেমন সিদ্ধান্ত নিতে ভুল করেনি তেমনি এবারেও সিদ্ধান্ত নিতে ভুল করবে না। আগামী ২৭ ডিসেম্বর যে ভোট অনুষ্ঠিত হবে সেখানে লাঙল প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করবে বলে প্রত্যাশা করেন। এসময় ইভিএম নিয়ে বাইরের কেউ যেন কোনো কারসাজি করতে না পারে সেজন্য নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাদের সজাগ থাকারও আহবান জানান মোস্তফা।
এদিকে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট হোসনে আরা লুৎফা ডালিয়া মঙ্গলবার বেলা দুইটায় দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে মনোনয়ন জমা দেন। তবে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ছাড়াও স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিয়েছেন রংপুর মহানগরের আওতাধীন কোতোয়ালি থানা আওয়ামী লীগের সহসভাপতি ইঞ্জিনিয়ার লতিফুর রহমান মিলন এবং মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আতাউর জামান বাবু।  
মনোনয়ন জমা দিয়ে হোসনে আরা লুৎফা ডালিয়া সাংবাদিকদের বলেন, রংপুরের মানুষ নৌকা মার্কায় ভোট দিতে উদগ্রীব হয়ে আছে। ২৭ ডিসেম্বর হবে নৌকা মার্কার বিজয়ের দিন। রংপুরবাসী এদিন বিজয় ছিনিয়ে আনবে।
ডালিয়া বলেন, রংপুর জেলা ও মহানগর আওয়ামী লীগসহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ঐক্যবদ্ধ। তাদের সকলের সহযোগীতা ও রংপুরের সাধারণ মানুষের দোয়া এবং সমর্থন নিয়ে এবার নৌকা মার্কার জয় হবে।
দলীয় অপর প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেয়ার বিষয়ে জানতে চাইলে ডালিয়া বলেন, এ বিষয়ে এখুনি কিছু বলার নেই। সময় এখনও আছে। শেষ পর্যন্ত তারা নাও থাকতে পারেন। বিষয়টি কেন্দ্রীয় নেতৃবৃন্দ অবগত আছেন। এ বিষয়ে তারাই ব্যবস্থা নেবেন।
বিএনপি এই নির্বাচনে অংশ নেবে না তা আগে থেকেই ঘোষণা দিয়েছে। তবে জামায়াতে ইসলামীর রংপুর মহানগরের সাবেক আমির মাহবুবুর রহমান বেলাল এতদিন প্রচার প্রচারণা চালিয়ে আসলেও শেষ পর্যন্ত মনোনয়ন জমা দেননি। 
এছাড়া জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ-ইনু) শফিয়ার রহমান, ইসলামী আন্দোলন বাংলাদেশের আমিরুজ্জামান পিয়াল, খেলাফত মজলিশের তৌহিদুর রহমান মন্ডল রাজু, জাকের পার্টির খোরশেদ আলম খোকন, বাংলাদেশ কংগ্রেস পার্টির আবু রায়হান এবং  স্বতন্ত্র প্রার্থী হিসেবে মেহেদী হাসান বনি মনোনয়ন জমা দিয়েছেন।
রংপুর সিটি কর্পোরেশন নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা আবদুল বাতেন জানিয়েছেন, মনোনয়ন দাখিলের শেষ সময় মঙ্গলবার বেলা ৪টা পর্যন্ত উৎসবমুখর পরিবেশে মেয়র পদে ১০ জন, ১১টি সংরক্ষিত নারী আসনে ৬৯ জন এবং ৩৩টি সাধারণ ওয়ার্ডে ১শ’ ৯৮জনসহ মোট ২শ’ ৭৭ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। নিয়ম অনুযায়ী মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে।
ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ২৭ ডিসেম্বর অনুষ্ঠিত হবে রংপুর সিটি কর্পোরেশন নির্বাচন। ১ ডিসেম্বর মনোনয়নপত্র বাছাই এবং মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ৮ ডিসেম্বর। প্রতীক বরাদ্দ দেওয়া হবে পর দিন ৯ ডিসেম্বর।
২০১২ সালের ২৮ জুন ৩৩টি ওয়ার্ড নিয়ে রংপুর সিটি কর্পোরেশন গঠনের পর ওই বছরের ২০ ডিসেম্বর প্রথমবারের মতো দলীয় প্রতীক ছাড়া নির্বাচন অনুষ্ঠিত হয়।
সেবার ১ লাখ ৬ হাজার ২শ’ ৫৫ ভোট পেয়ে মেয়র নির্বাচিত হন সরফুদ্দিন আহমেদ ঝন্টু। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোস্তাফিজার রহমান মোস্তফা পেয়ে ছিলেন ৭৭ হাজার ৮শ’ ৫ ভোট এবং বিএনপি নেতা কাওসার জামান বাবলা পেয়েছিলেন ২১ হাজার ২শ’ ৩৫ ভোট। 
২০১২ সালের সিটি কর্পোরেশন নির্বাচনে মোট ভোটার ছিলেন  ৩ লাখ ৫৭ হাজার ৭শ’ ৪২ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৭৯ হাজার ১শ’ ২৮ জন এবং নারী ভোটার ১ লাখ ৭৮ হাজার ৬শ’ ১৪ জন।
দ্বিতীয় মেয়াদে ২০১৭ সালের ২১ ডিসেম্বর দলীয় প্রতীকে অংশ নিয়ে জাতীয় পার্টির প্রার্থী মোস্তাফিজার রহমান মোস্তফা ১ লাখ ৬০ হাজার ৪শ’ ৮৯ ভোট পেয়ে মেয়র নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দী আওয়ামী লীগের সরফুদ্দিন আহমেদ ঝন্টু পেয়েছেন ৬২ হাজার ৪শ’ ভোট এবং বিএনপির প্রার্থী কাওসার জামান বাবলা পেয়েছিলেন ৩৫ হাজার ১শ’৩৬ ভোট।
২০১৭ সালে  ভোটার সংখ্যা ছিল ৩ লাখ ৯৩ হাজার ৯শ’ ৯৪ জন। এর মধ্যে পুরুষ ১ লাখ ৯৬ হাজার ৩শ’ ৫৬ ও নারী ১ লাখ ৯৭ হাজার ৬শ’ ৩৮ জন।
এবার ভোটার সংখ্যা বেড়ে হয়েছে ৪ লাখ ২৬ হাজার ৪শ’ ৬৯ জন। এরমধ্যে পুরুষ ভোটার ২ লাখ ১২ হাজার ৩শ’ ২ জন এবং নারী ভোটার ২ লাখ ১৪ হাজার ১শ’ ৬৭ জন। ২শ’ ২৯টি কেন্দ্রে সকাল সাড়ে আটটা থেকে বিকেল সাড়ে চারটা পর্যন্ত ইভিএমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাহমুদ সোহেল
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ:+৮৮ ০১৯ ১৫৩৬ ৬৮৬৫
contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com