ঢাকা, ১৯ মে ২০২৪, রবিবার, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে মানবাধিকার কমিশনের চেয়ারম্যানের শ্রদ্ধা

সারাদেশ | টুঙ্গিপাড়া প্রতিনিধি

(১ বছর আগে) ১৪ ডিসেম্বর ২০২২, বুধবার, ২:৩৮ পূর্বাহ্ন

banglahour

টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে মানবাধিকার কমিশনের চেয়ারম্যানের শ্রদ্ধা

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় আজ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন জাতীয় মানবাধিকার কমিশনের নবনিযুক্ত চেয়ারম্যান ড. কামাল উদ্দিন আহমেদ।

এসময় তিনি মানবাধিকার সুরক্ষা ও উন্নয়নের লক্ষে সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে  যাবার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

১৩ ডিসেম্বর মঙ্গলবার দুপুর ১২টায় তিনি  বঙ্গবন্ধুর সমাধিসৌধের বেদিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান।  পরে তিনি পবিত্র ফাতেহা পাঠ করে জাতির পিতা বঙ্গবন্ধুসহ ১৯৭৫ সালের ১৫ আগস্টে  শহীদ ও মহান মুক্তিযুদ্ধে আত্ম উৎসর্গকারী ৩০ লাখ শহীদের রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাতে অংশ নেন।

এ সময় জাতীয় মানবাধিকার কমিশনের সার্বক্ষণিক সদস্য সেলিম রেজা, অবৈতনিক সদস্য আমিনুল ইসলাম, কংজরী চৌধুরী, ড. বিশ্বজিৎ চন্দ,ড. তানিয়া হক, কাওসার আহমেদ, সচিব নারায়ণ চন্দ্র সরকার, পরিচালক আশরাফুল আলম ও কাজী আরফান আশিক, গোপালগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) একেএম হেদায়েতুল ইসলাম,  অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) খায়রুল আলম,  টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আল মামুন প্রমূখ উপস্থিত ছিলেন।

এরপর জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ড. কামাল উদ্দিন আহমেদ টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু সমাধি সৌধের বিশ্রামাগারে রক্ষিত পরিদর্শন বইতে মন্তব্য লিখে স্বাক্ষর করেন। 

শ্রদ্ধাঞ্জলি অর্পণ শেষে জাতীয় মানবাধিকার কমিশনের গোপালগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে মানবাধিকার সচেতনতা বিষয়ক এক মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন।

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাহমুদ সোহেল
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ:+৮৮ ০১৯ ১৫৩৬ ৬৮৬৫
contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com