ঢাকা, ১২ মে ২০২৪, রবিবার, ২৯ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

কেরানীগঞ্জে চেয়ারম্যানকে মারধর, র‍্যাবের বিরুদ্ধে বিক্ষোভ

অপরাধ |

(১ বছর আগে) ৬ অক্টোবর ২০২২, বৃহস্পতিবার, ৬:৪২ পূর্বাহ্ন

সর্বশেষ আপডেট: ৬:৪৪ পূর্বাহ্ন

banglahour

ঢাকা: কেরানীগঞ্জের আগানগর ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর খুশিকে মারধর করেছেন র‍্যাবের সিভিল টিমের সদস্যরা। প্রতিমা বিসর্জনকালে আগানগর এলাকায় বুড়িগঙ্গা নদীর তীরে বুধবার রাতে এ ঘটনা ঘটে।
একপর্যায়ে চেয়ারম্যান খুশিকে পিস্তল ঠেকিয়ে গুলি করার হুমকি দেন তারা। এ খবর ছড়িয়ে পড়লে কয়েক হাজার জনতার বিক্ষোভের মুখে পরে র‍্যাব সদস্যরা। পরে গাড়ি নিয়ে চলে যাওয়ার চেষ্টা করে।
জানা গেছে, রাত সাড়ে ৮টার দিকে প্রতিমা বিসর্জন দিতে আসা লোকজনের সঙ্গে আগানগর নাগরমহল এলাকার বুড়িগঙ্গা নদীর তীরে যান ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর শাহ খুশি। এ সময় বেড়িবাঁধে যানজট লেগে যায়। চেয়ারম্যান নিজেই যানজট নিরসনে কাজ করছিলেন।

তিনি একটি মাইক্রো গাড়িকে (ঢাকা মেট্রো খ ১২-৮৬৫১) বেড়িবাঁধ থেকে সরিয়ে দিতে গেলে চালকের সঙ্গে তার কথা কাটাকাটি হয়। এর জেরে ওই গাড়িতে সাদা পোশাকে থাকা র‍্যাবের ৮জন সদস্য বের হয়ে চেয়ারম্যান জাহাঙ্গীর শাহ খুশিকে মারধর শুরু করেন। মারতে মারতে তাকে পাশের একটি মার্কেটের ভেতর নিয়ে যান।
পরে প্রতিমা বিসর্জন দিতে আসা কয়েক হাজার জনতা গাড়িসহ র‍্যাব সদস্যদের অবরুদ্ধ করেন। খবর পেয়ে পুলিশ ও র‍্যাবের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে জনতার রোষ থেকে র‍্যাব সদস্যদের উদ্ধার করে নিয়ে যান।
র‍্যাবের টহল টিমের এসআই ইলিয়াস বলেন, প্রকৃতপক্ষে সেখানে কী ঘটেছিল তা তদন্তের পর জানা যাবে। আমরা ঊর্ধ্বতন কর্মকর্তাদের বিষয়টা জানিয়েছি। তদন্ত করে তারা এ বিষয়ে ব্যবস্থা নিবেন। 

অপরাধ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাহমুদ সোহেল
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ:+৮৮ ০১৯ ১৫৩৬ ৬৮৬৫
contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com