ঢাকা, ২ নভেম্বর ২০২৪, শনিবার, ১৮ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

বিদ্যুতায়িত হয়ে প্রাণ গেল ভাই-বোনের

সারাদেশ | অনলাইন ডেস্ক

(৪ সপ্তাহ আগে) ৪ অক্টোবর ২০২৪, শুক্রবার, ৬:৪০ অপরাহ্ন

banglahour

ফেনীর দাগনভূঞায় খেলতে গিয়ে মাঠে পড়ে থাকা বিদ্যুতের ছেঁড়া তারে বিদ্যুতায়িত হয়ে প্রাণ গেল ভাই-বোনের। শুক্রবার সকালে উপজেলার জায়লস্কর ইউনিয়নের পশ্চিম ধর্মপুরে গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

মৃতরা হলো- পশ্চিম ধর্মপুর গ্রামের আমিন উল্যাহ মৌলিভী বাড়ির আলা উদ্দিনের ছেলে আশরাফুল ইসলাম নিলয় (৫) ও একই বাড়ির ছালাহ উদ্দিনের মেয়ে নাজিফা আক্তার (৭)। তারা সম্পর্কে চাচাতো ভাই-বোন হয়।

স্থানীয়রা জানান, শুক্রবার সকালে খেলতে গিয়ে মাঠে পড়ে থাকা পল্লী বিদ্যুতের ছেঁড়া তারে বিদ্যুতায়িত হয় শিশু দুটি। পরে স্থানীয়রা উদ্ধার করে দাগনভূঞা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে ডাক্তার তাদের মৃত বলে ঘোষণা করেন।

এ বিষয়ে ফেনী পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার হাওলাদার মো. ফজলুর রহমান বলেন, আমরা বিষয়টি অবগত হয়েছি। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হবে। এ বিষয়ে পল্লী বিদ্যুৎ সমিতির কারো গাফিলতির প্রমাণ পেলে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।

দাগনভূঞা থানার ওসি মোহাম্মদ লুৎফর রহমান বলেন, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই শিশুর মৃত্যু সংবাদ পেয়েছি। এ ঘটনায় শিশুর পরিবার অভিযোগ না করলে অপমৃত্যুর মামলা হবে।

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ:+৮৮ ০১৯ ১৫৩৬ ৬৮৬৫
contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com