ঢাকা, ১৯ মে ২০২৪, রবিবার, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

রাজশাহীতে গির্জায় কোরআন, ঈসা নবী বলে দাবিদার যুবক গ্রেপ্তার

সারাদেশ | নিজস্ব প্রতিবেদক

(১ বছর আগে) ২৫ ডিসেম্বর ২০২২, রবিবার, ৮:৪৫ অপরাহ্ন

banglahour

রাজশাহী:  রাজশাহীতে গীর্জায় পবিত্র কোরআন শরীফ রেখে আসায় মো: গোলাম চৌধুরী (৩৪) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেফতারকৃত গোলাম নিজেতে  ঈসা নবী বলে দাবী করে এবং তার ওপর প্রতিনিয়ত ওহি নাজিল হয় বলে স্বীকার করেন। সে নগরীর চন্দ্রিমা থানার ছোটবন গ্রাম নিউ কলোনীর মৃত কুদ্দুস চৌধুরীর ছেলে।

আজ রোববার (২৫ ডিসেম্বর) বিকালে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। পুলিশ জানিয়েছে, বড় দিনের ধর্মীয় ভাবগাম্ভীর্য ও সাম্প্রদায়িক সম্প্রীতি, ধর্মীয় পবিত্রতা ও দেশব্যাপী নৈরাজ্য সৃষ্টি করতে তিনি উত্তম মেষ পালক গীর্জায় পবিত্র কোরআন শরীফ রেখে আসেন।

জানা গেছে, রোববার সকাল আনুমানিক ৬টা ৪০ মিনিটের দিকে অজ্ঞাতানামা এক ব্যক্তি উত্তম মেষ পালক গির্জার প্রার্থনাস্থলে লাল কাপড়ে মোড়ানো একটি ব্যাগ গোপনে রেখে চলে যায়। গীর্জার সিস্টার শান্তির সন্দেহ হলে তিনি ব্যাগ খুলে দেখতে পান যে, ওই লাল ব্যাগের মধ্যে একটি কোরআন শরীফ। বিষয়টি তিনি সঙ্গে সঙ্গে পুলিশকে জানান।

সাইবার ক্রাইম ইউনিটের সহায়তায় সিসি ক্যামেরার ভিডিও ফুটেজ পর্যালোচনা করে সেই ব্যক্তিকে শনাক্ত করা হয়। তথ্যপ্রযুক্তির সহায়তায় সেই ব্যক্তির অবস্থান নির্ণয় করা হয়। এরপর দুপুর ১২টার দিকে ওই ব্যক্তিকে বোয়ালিয়া মডেল থানার নিউ মার্কেট এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ কমিশনার আবু কালাম সিদ্দিক বলেন, তার বিরুদ্ধে মামলা দায়ের প্রক্রিয়াধীন। এর পাশাপাশি তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
 

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাহমুদ সোহেল
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ:+৮৮ ০১৯ ১৫৩৬ ৬৮৬৫
contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com