ঢাকা, ১৯ মে ২০২৪, রবিবার, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

৪০ লক্ষ টাকা মূল্যের ৮০ কেজি গাঁজাসহ গ্রেফতার ১

সারাদেশ | নিজস্ব প্রতিবেদক

(১ বছর আগে) ২৬ ডিসেম্বর ২০২২, সোমবার, ৭:৪২ অপরাহ্ন

banglahour

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি), ঢাকা মেট্রোঃ কার্যালয় (দক্ষিণ) কর্তৃক ৪০ লক্ষ টাকা মূল্যের ৮০ কেজি গাঁজা উদ্ধার ও ঢাকা-কুমিল্লা ভিত্তিক পাচারকারী চক্রের মূলহোতা মোঃ জসিম (৪৫) গ্রেপ্তার করা হয়েছে।

কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানাধীন গোপালনগর গ্রামে আজ সোমবার (২৬ ডিসেম্বর) দুপুরে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। তার বাবার নাম মোঃ শরাফত আলী কুমিল্লার চৌদ্দগ্রামে।

ডিএনসি জানায়, ঢাকা মেট্রোঃ কার্যালয় (দক্ষিণ) এর উপপরিচালক অত্র কার্যালয় কর্তৃক বিগত ০২ মাসে ০৩টি পৃথক মামলায় উদ্ধারকৃত মোট ৬০ কেজি গাঁজার উৎস অনুসন্ধানে তৎপর হতে সকলকে নির্দেশনা প্রদান করেন। উক্ত মামলাসমূহে শ্রমিক বেশে এবং কাভার্ড ভ্যানে গাঁজা পাচারকালে গ্রেপ্তারকৃত সকলের থেকে তথ্য সংগ্রহ করা হয়। নিয়োগকৃত গোপন সংবাদদাতাদের দেয়া তথ্য যাচাই করে কুমিল্লা-ভিত্তিক একটি মাদক পাচারকারী চক্রের সন্ধান পাওয়া যায়। ক্রেতা সেজে ঢাকা মেট্রোঃ কার্যালয় (দক্ষিণ) এর  আভিযানিক দল আজ ২৬ ডিসেম্বর সোমবার দুপুর ২.৩০ ঘটিকায় কুমিল্লার চৌদ্দগ্রাম থানার গোপালনগর ৯নং ওয়ার্ডে আসামী মোঃ জসিম (৪৫) এর বাড়িতে পৌঁছে তার বসতঘরের ভিতর ২০টি পোটলায় ৪ কেজি করে মোট ৮০ (আশি) কেজি গাঁজা উদ্ধার করে আসামীকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে মোঃ জসিম (৪৫) জানায়, ২০১০ সাল থেকে গাঁজা পাচারের সাথে জড়িত। গাঁজা ছাড়াও সে বাংলাদেশ-ভারতের চৌদ্দগ্রাম ও সোনাপুর সীমান্ত থেকে গাঁজাসহ অন্যান্য দ্রব্যাদি পাচারের সাথে যুক্ত। ইতোপূর্বে ০৫ বার আইন-প্রয়োগকারী সংস্থার কাছে গ্রেপ্তার হয়, সর্বশেষ জামিনে বের হয়ে নতুন করে সংগবদ্ধ হয়ে ঢাকায় গাঁজা পাচারের চক্র গড়ে তোলে। কুমিল্লা সীমান্ত এলাকায় প্রতি কেজি গাজার মূল্য ২০ হাজার টাকা। ঢাকায় পৌঁছে তা প্রতি কেজিতে ৫০ হাজার পর্যন্ত পৌঁছায়।

গ্রেপ্তারকৃত ও পলাতক আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ (সংশোধিত ২০২০) এর সংশ্লিষ্ট ধারায় চৌদ্দগ্রাম থানায় একটি নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলমান। 

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাহমুদ সোহেল
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ:+৮৮ ০১৯ ১৫৩৬ ৬৮৬৫
contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com