হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশে (হাব) প্রশাসক নিয়োগের সিদ্ধান্ত বহাল রেখেছেন দেশের আপিল বিভাগ। একই সঙ্গে, প্রশাসক নিয়োগের বৈধতা নিয়ে জারি করা রুল নিষ্পত্তির জন্য হাইকোর্টকে নির্দেশ দিয়েছেন প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন চার সদস্যের বেঞ্চ। আপিল বিভাগের আদেশে বলা হয়, হাবের বার্ষিক সাধারণ সভা (এজিএম) আপাতত স্থগিত থাকবে।
আদালতে বৈষম্যবিরোধী হজ এজেন্সির পক্ষে শুনানি করেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল ও ব্যারিস্টার মোস্তাফিজুর রহমান খান, অন্যদিকে হাবের পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী জয়নুল আবেদীন ও মোহাম্মদ শিশির মনির।
চেম্বার আদালতের নির্দেশনা অনুযায়ী, গত ২৮ অক্টোবর হাবের বার্ষিক সাধারণ সভা স্থগিত করা হয় এবং এ বিষয়ে আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে শুনানির জন্য পাঠানো হয়। হাবের সাধারণ সভাটি ২৯ অক্টোবর অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।
গত ১৫ অক্টোবর বাণিজ্য মন্ত্রণালয়ের আদেশে হাবের বর্তমান কার্যনির্বাহী কমিটি বাতিল করে যুগ্মসচিব মোহাম্মদ দাউদুল ইসলামকে প্রশাসক নিয়োগ করা হয়। বাণিজ্য সংগঠন আইন, ২০২২-এর ১৭ ধারা অনুযায়ী এই পদক্ষেপ গ্রহণ করা হয়। নির্দেশনায় বলা হয়, প্রশাসককে ১২০ দিনের মধ্যে নির্বাচন আয়োজন করে দায়িত্ব হস্তান্তর করতে হবে।
এ সিদ্ধান্তের প্রতিবাদে ১৬ অক্টোবর হাবের পক্ষ থেকে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয় এবং পরে এ বিষয়ে হাইকোর্টে রিট করা হয়। রিটের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট প্রশাসক নিয়োগের আদেশ স্থগিত করেন। এর বিরুদ্ধে আপিল করেন বৈষম্যবিরোধী হজ এজেন্সির মালিকরা এবং হাবের সাধারণ সভার তারিখ নিয়ে চেম্বার আদালতে সম্পূরক আবেদন করেন। চেম্বার আদালত সাধারণ সভা স্থগিতের আদেশ দেন।