ঢাকা, ২১ জুন ২০২৫, শনিবার, ৭ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

নারায়ণগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলি: সাবেক এমপি শামীম ওসমানসহ ৪৮ জনের বিরুদ্ধে মামলা

সারাদেশ | অনলাইন ডেস্ক

(৭ মাস আগে) ১ নভেম্বর ২০২৪, শুক্রবার, ৩:৪৩ অপরাহ্ন

banglahour

নারায়ণগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে মো. জসিম খান (৩০) নামে এক ব্যক্তিকে গুলি করার ঘটনায় সাবেক এমপি একেএম শামীম ওসমানসহ ৪৮ জনের বিরুদ্ধে আরও একটি হত্যাচেষ্টা মামলা দায়ের করা হয়েছে। মামলায় অজ্ঞাত আরও ১৫০-২০০ জনকে আসামি করা হয়েছে।

ভুক্তভোগী বুধবার (৩০ অক্টোবর) রাতে সিদ্ধিরগঞ্জ থানায় নিজে বাদী হয়ে মামলাটি করেন। এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন নিশ্চিত করেছেন। তিনি জানান, মামলাটি বুধবার রুজু হয়েছে।

মামলায় অন্য আসামির মধ্যে রয়েছেন শামীম ওসমানপুত্র অয়ন ওসমান (৩৭), ভাতিজা আজমেরি ওসমান (৪৫), নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগ নেতা শাহ নিজাম (৫৬), সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি মজিবুর রহমান (৭৮), সাধারণ সম্পাদক হাজী ইয়াছিন মিয়া (৬২), থানা যুবলীগের আহ্বায়ক মতিউর রহমান মতি (৫৫), ৩ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর শাহজালাল বাদল (৪২), এবং ৪ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর নূর উদ্দিন মিয়া (৫৫)।

এজাহার সূত্রে জানা যায়, গত ২০ জুলাই বিকাল সাড়ে ৫ টায় সিদ্ধিরগঞ্জের চিটাগাংরোডের বিদ্যুৎ অফিস সংলগ্ন সড়কে আন্দোলনরত ছাত্র-জনতা অবস্থান করলে মামলার প্রধান আসামি শামীম ওসমান ও আরেক আসামি শাহ নিজামের হাতে থাকা আগ্নেয়াস্ত্র দিয়ে এলোপাতাড়ি গুলিবর্ষণ করা হয়। এ সময় ভুক্তভোগী জসিম খান বাম হাতে গুলিবিদ্ধ হন। পরে তিনি রক্তাক্ত অবস্থায় নারায়ণগঞ্জ খানপুর জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নেন এবং পরে ঢাকা সোহরাওয়ার্দী পঙ্গু হাসপাতালে ভর্তি হন।

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: রবিউল হক মাসুদ, ০১৬৮৫২১৭৫২০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com