ঢাকা, ১৯ মে ২০২৪, রবিবার, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

রংপুরে আওয়ামী লীগ প্রার্থীকে ১ লাখ ২৪ হাজার ভোটে হারালেন জাপা প্রার্থী

সারাদেশ | নিজস্ব প্রতিবেদক

(১ বছর আগে) ২৮ ডিসেম্বর ২০২২, বুধবার, ৯:০২ পূর্বাহ্ন

সর্বশেষ আপডেট: ৯:০৩ পূর্বাহ্ন

banglahour

রংপুর: রংপুর সিটি করপোরেশনের (রসিক) নির্বাচনে দ্বিতীয়বারের মতো মেয়র নির্বাচিত হয়েছেন জাতীয় পার্টির প্রার্থী মোস্তাফিজার রহমান মোস্তফা। রাত বারোটার কিছু পর বেসরকারি ফলাফল ঘোষণা করেন রিটার্নিং অফিসার। জাতীয় পার্টির প্রার্থী লাঙ্গল প্রতীকের মোস্তাফিজার পেয়েছেন ১ লাখ ৪৬ হাজার ৭শ’ ৯৮ ভোট। আর নৌকা প্রতীকে আওয়ামী লীগের প্রার্থী লুৎফা ডালিয়া পেয়েছেন ২২৩০৬ ভোট। ফলাফল পাওয়ার পর রসিক মেয়র মোস্তফা বলেন, পার্টির অস্তিত্ব টিকিয়ে রাখতে এই জয়ের বিকল্প ছিল না।

ইলেকট্রোনিক ভোটিং মেশিনে (ইভিএম) ধীরগতির কারণে নিদিষ্ট সময়েরও দীর্ঘক্ষণ পরে বড় কোন ধরনের সহিংসতা ছাড়াই শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ সম্পূর্ণ হয়েছে রংপুর সিটি করপোরেশনের।

সরকারদলীয় প্রার্থী ও সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট হোসনে আরা লুৎফা ডালিয়া

সিইসি বলেন, কাজী হাবিবুল আউয়াল বলেন, ভোটার উপস্থিতি ব্যাপক ছিল। ভোটগ্রহণ শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। নির্বাচন প্রতিদ্বন্দ্বিতামূলকও হয়েছে। তিনি বলেন, তুলনামূলকভাবে ইভিএমটা ব্যালটের চেয়ে স্লো।

রংপুর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে রাত ১২টায় রিটার্নিং কর্মকর্তা আবদুল বাতেন নির্বাচনের ফলাফল ঘোষণা করেন। ভোটের হার ৬৫ দশমিক ৮৮ শতাংশ। এসময় আরও উপস্থিত ছিলেন কমিশনের সচিব জাহাঙ্গীর আলম, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা জি এম সাহতাব উদ্দিন প্রমুখ।

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাহমুদ সোহেল
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ:+৮৮ ০১৯ ১৫৩৬ ৬৮৬৫
contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com