ঢাকা, ১৯ মে ২০২৪, রবিবার, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে ২ বাংলাদেশী

সারাদেশ | নিজস্ব প্রতিবেদক

(১ বছর আগে) ২৯ ডিসেম্বর ২০২২, বৃহস্পতিবার, ২:২৭ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ২:২৮ অপরাহ্ন

banglahour

লালমনিরহাট: লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার বড়খাতা দোলাপাড়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুজন। নিহতরা হলেন, দোলাপাড়া গ্রামের হাফিজার রহমানের পুত্র সাদিকুল রহন সাদিক (২২) ও ফকিরপাড়া গ্রামের আব্দুস সামাদের পুত্র নাজির হোসেন (৪৫)।

আজ বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) সকালে ওই উপজেলার বড়খাতা ইউনিয়নের দোলাপাড়া সীমান্তে ৮৮৮ নম্বর সীমান্ত পিলারের কাছে এ ঘটনা ঘটে। ৬১ বিজিবি ব্যাটালিয়নের বড়খাতা ক্যাম্পের কমান্ডার আব্দুল জলিল গণমাধ্যমকে এ তথ্য জানান।

জানা যায়, বুধবার গভীর রাতে বাংলাদেশি গরু পারাপারকারীর একটি দল সীমান্তের মেইন পিলার ৮৮৭ এর কাছাকাছি এলাকায় গেলে ভারতের ১৫৭ ব্যাটালিয়নের বড় মধুসুদন বিএসএফ ক্যাম্পের টহল দলের সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি ছোঁড়ে। এতে বুকে গুলিবিদ্ধ হয়ে মংগলু ও সাদিক ঘটনাস্থলেই মারা যান। এ ঘটনায় তাদের সঙ্গে থাকা আরও দুজন আহত হন।

এ বিষয়ে ৬১ বিজিবি দোলাপাড়া বিওপি ক্যাম্পের কোম্পানি কমান্ডার আব্দুল জলিল ঘটনাস্থল পরিদর্শন করেন। তবে তিনি ঘটনার বিষয়ে সাংবাদিকদের কাছে আনুষ্ঠানিক কোনো বক্তব্য দিতে রাজি হননি।

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাহমুদ সোহেল
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ:+৮৮ ০১৯ ১৫৩৬ ৬৮৬৫
contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com