ঢাকা, ১৯ মে ২০২৪, রবিবার, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

কুমিল্লার নাঙ্গলকোটে শান্তিপূর্ণভাবে চলছে ইভিএমে ভোট

সারাদেশ | নিজস্ব প্রতিবেদক

(১ বছর আগে) ২৯ ডিসেম্বর ২০২২, বৃহস্পতিবার, ৩:৩৮ অপরাহ্ন

banglahour

কুমিল্লা: কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার ৩নং রায়কোট উত্তর ইউনিয়ন পরিষদ নির্বাচনে শান্তিপূর্ণভাবে ইভিএমে ভোট গ্রহণ চলছে। শীতের তীব্রতাকে উপেক্ষা করে শত শত পুরুষ ও মহিলা ভোটটারদের উপস্থিতি উৎসবমুখর পরিবেশ তৈরি করেছে। ইউনিয়নর প্রতিটি কেন্দ্র ঘুরে একই রকম পরিবেশ বিরাজ করতে দেখা যায়।

আজ বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) সকাল ৮ থেকে শুরু হয়ে বিকাল চারটা পর্যন্ত গ্রহণ চলবে। বিভিন্ন ভোটকেন্দ্র সরেজমিনে ঘুরে দেখা যায় যে ভোট নির্বিঘ্ন ও সুষ্ঠু করতে প্রতিটি কেন্দ্রে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সর্তক অবস্থানে রয়েছে।  ভোটারদের সাথে কথা বলে জানা যায় যে- প্রথম ইভিএম পদ্ধতি  হওয়ায় ভোট প্রদান করতে সমস্যা হচ্ছে। ফলে ভোট গ্রহণে ধীরগতি লক্ষ্য করা যায়। কোন প্রকার ঝামেলা ছাড়া সাধারণ ভোটাররা নির্বিঘ্নে ভোট প্রদান ও সংশ্লিষ্ট কর্মকর্তারা ভোট গ্রহণ করতে পেরে সন্তুষ্টি প্রকাশ করেন। প্রতিদ্বন্দ্বী প্রার্থীরাও ভোটের উৎসবমুখর স্বাভাবিক  পরিবেশ নিয়ে সন্তোষ প্রকাশ করেন। 

নির্বাচনে মোট ছয়জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করেন। বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত মাষ্টার রফিকুল ইসলাম নৌকা প্রতীক, আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মাষ্টার রেজাউল হক ভূঁইয়া ঢোল প্রতীক, জামায়াত ইসলামি সমর্থিত প্রার্থী মাও. জাফর আহমেদ মজুমদার চশমা প্রতীক, জামায়াত ইসলামির বিদ্রোহী প্রার্থী ইসরাফিল হাজারী ঘোড়া প্রতীক,  বিএনপি সমর্থিত প্রার্থী কাজী শাহ আলম মোটরসাইকেল প্রতীক, ইসলামি শাসনতন্ত্র আন্দোলনের ইসমাইল হোসেন হাতপাখা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাহমুদ সোহেল
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ:+৮৮ ০১৯ ১৫৩৬ ৬৮৬৫
contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com