ঢাকা: সব ধরনের দুর্নীতি থেকে দেশকে রক্ষা করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। এরই মধ্যে ৭৯ জনের বিরুদ্ধে অনুসন্ধান শুরু হয়েছে বলে জানিয়েছেন তিনি।
রোববার (১৭ নভেম্বর) জাতির উদ্দেশে দেওয়া ভাষণে প্রধান উপদেষ্টা এ কথা বলেন। এ সময় তিনি দেশের অর্থনীতিতে গতি সঞ্চার করতে সরকারের বিভিন্ন পদক্ষেপের কথাও তুলে ধরেন।
প্রধান উপদেষ্টা বলেন, ‘সর্বগ্রাসী দুর্নীতির হাত থেকে দেশের সব খাতকেই রক্ষা করতে আমরা সচেষ্ট রয়েছি। দুর্নীতি দমন কমিশন (দুদক) পুনর্গঠনের কাজ প্রায় শেষ পর্যায়ে। দুর্নীতি ও অর্থ পাচারে অভিযুক্ত প্রভাবশালী দেড়’শ ব্যক্তির তালিকা তৈরি এবং ৭৯ জনের বিরুদ্ধে অনুসন্ধান শুরু হয়েছে। ১৫ শতাংশ হারে আয়কর পরিশোধ করে অপ্রদর্শিত পরিসম্পদ, অর্থাৎ কালো টাকা সাদা করার বিধান বাতিল করা হয়েছে।’
আওয়ামী লীগ সরকারের আমলে বিপুল পরিমাণ অর্থ পাচার হয়েছে উল্লেখ করে সেই অর্থ ফিরিয়ে আনতে সরকারের উদ্যোগের কথাও তুলে ধরেন অধ্যাপক মুহাম্মদ ইউনূস।
তিনি বলেন, ‘পতিত সরকার ও তার দোসররা প্রতিবছর দেশ থেকে ১২ থেকে ১৫ বিলিয়ন ডলার পাচার করেছে। দুর্নীতিবিরোধী সংস্থা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল, বাংলাদেশ সম্প্রতি এ তথ্য দিয়েছে। পাচার হয়ে যাওয়া এই অর্থ ফিরিয়ে আনার জন্য সম্ভব সব ধরনের উদ্যোগ আমরা নিয়েছি। এ কাজে সফল হতে পারলে আমাদের অর্থনীতি আরও গতি পাবে। এ কাজে আমরা বিভিন্ন আন্তর্জাতিক সাহায্য সংস্থার সাহায্য নিচ্ছি।’
বক্তব্যে অধ্যাপক ইউনূস শিক্ষার্থীদের দাবি মেনে সরকারি চাকরির বয়সসীমা ৩২ বছরে উন্নীত করার তথ্য তুলে ধরেন। পোশাক খাতে বড় ধরনের সহিংসতা ছাড়াই শ্রমিক অসন্তোষ নিরসন করা সম্ভব হয়েছে বলে উল্লেখ করেন। সরকারি কাজ গতিশীল করতে বিভিন্ন পর্যায়ের ১৯ হাজার ৮৪ জন কর্মকর্তা-কর্মচারীর পদোন্নতি, ১৩ হাজার ৪২৯ জনকে বদলি ও ১২ হাজার ৬৩৬ জনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার কথা জানান।
সাইবার সিকিউরিটি আইন বাতিলের নীতিগত সিদ্ধান্ত ও পাবলিক সার্ভিস কমিশন পুনর্গঠনের কথাও তুলে ধরেন প্রধান উপদেষ্টা। এক লাখ টাকারও বেশি কমিয়ে নতুন হজ প্যাকেজ ঘোষণার কথাও উল্লেখ করেন ভাষণে। তরুণদের নতুন বাংলাদেশকে পরিবেশবান্ধব ও জীববৈচিত্র্যময় দেশ হিসেবে গড়ে তোলার আকাঙ্ক্ষা থেকেই সচিবালয়ে প্লাস্টিকের পানির বোতল ও সুপার শপে পলিথিনের শপিং ব্যাগ ব্যবহার বন্ধের উদ্যোগের কথা তুলে ধরেন তিনি।