
ঢাকা: র্যাব ও এর ঊর্ধ্বতন কর্মকর্তাদের ওপর মার্কিন যে নিষেধাজ্ঞা রয়েছে তার কথা উল্লেখ করে পররাষ্ট্র প্রতিমন্ত্রী মার্কিন সরকারকে অনুরোধ জানিয়ে বলেন, যত দ্রুত সম্ভব র্যাবের প্রতি নিষেধাজ্ঞা তুলে নেন। পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম ওয়াশিংটন ডিসি-তে স্টেট ডিপার্টমেন্টে মার্কিন ডেপুটি সেক্রেটারি অব স্টেট ওয়েন্ডি আর শেরম্যানের সঙ্গে এক বৈঠকে এ অনুরোধ করেন।
শনিবার (৮ অক্টোবর) ওয়াশিংটনের বাংলাদেশ দূতাবাস এ তথ্য জানায়।
বৈঠকে তারা বিভিন্ন দ্বিপক্ষীয় বিষয় এবং অভিন্ন বৈশ্বিক স্বার্থ সংশ্লিষ্ঠ বিষয় নিয়ে আলোচনা করেন।
এছাড়া মার্কিন প্রেসিডেন্টের বিশেষ সহকারী এবং হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা কাউন্সিলের দক্ষিণ এশিয়া বিষয়ক সিনিয়র ডিরেক্টর রিয়ার অ্যাডমিরাল ইলিয়েন লাওবেচার ওয়াশিংটন, ডিসি-তে বাংলাদেশ দূতাবাসে প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের সঙ্গে এক সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় সন্ত্রাস দমনে বাংলাদেশ-মার্কিন সহযোগিতা, র্যাবের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার, রোহিঙ্গা প্রত্যাবাসন, ইউক্রেন যুদ্ধ এবং বঙ্গবন্ধুর খুনি রাশেদ চৌধুরীরকে ফেরত পাঠানোসহ বিভিন্ন বিষয় নিয়ে উক্ত বৈঠকে আলোচনা হয়।