ঢাকা, ১৭ জানুয়ারি ২০২৫, শুক্রবার, ৪ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

আলিফ হত্যাকাণ্ডে বঁটি হাতে অংশ নেওয়া রিপন দাশ গ্রেপ্তার

সারাদেশ | অনলাইন ডেস্ক

(১ মাস আগে) ৬ ডিসেম্বর ২০২৪, শুক্রবার, ৪:৩০ অপরাহ্ন

banglahour

চট্টগ্রামে অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ হত্যাকাণ্ডে বঁটি হাতে অংশ নেওয়া রিপন দাশকে (২৭) গ্রেপ্তার করেছে পুলিশ।


বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) রাতে চট্টগ্রামের আনোয়ারা উপজেলার চাতরী ইউনিয়নের কৈনপুরা জেলেপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। কোতোয়ালি থানা, কর্ণফুলী থানা ও আনোয়ারা থানা পুলিশের যৌথ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়।

রিপন দাশ কোতোয়ালি থানাধীন পাথরঘাটা হরস চন্দ্রলেন সাধুর বাড়ির মৃদুল দাসের ছেলে। সে নগরীর চকবাজারে মেডিসিন শপ নামের একটি ফার্মেসিতে চাকরি করতেন বলে জানিয়েছে পুলিশ। তবে রিপন দাস মামলার এজাহারভুক্ত আসামি না হলেও আলিফ হত্যায় পাওয়া ভিডিও ফুটেজে তাকে নীল রঙের গেঞ্জি পরিহিত অবস্থায় হাতে বঁটি নিয়ে হত্যাকাণ্ডে সরাসরি অংশ নিতে দেখা গেছে।


বিষয়টি নিশ্চিত করেন কর্ণফুলী থানার ওসি মো. মনির হোসেন। তিনি বলেন, হত্যাকাণ্ডের পর রিপন আত্মগোপন করে, আমরা গোপন সংবাদে অভিযান চালিয়ে আনোয়ারা থেকে তাকে গ্রেপ্তার করি।


উল্লেখ্য, গত ২৬ নভেম্বর দুপুর সাড়ে ১২টার দিকে চট্টগ্রাম আদালতে রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার হওয়া বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর জামিন নামঞ্জুর করার পর তাকে কারাগারে পাঠানোর জন্য প্রিজন ভ্যানে তোলা হয়। এ সময় তার অনুসারীরা বিক্ষোভ করলে পুলিশ ও বিজিবি লাঠিপেটা এবং সাউন্ড গ্রেনেড ছুড়ে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দেয়। আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সংঘর্ষ চলাকালে বিকেলে অফিস থেকে বাসায় ফেরার পথে রাষ্ট্রপক্ষের সহকারী কৌঁসুলি (এপিপি) অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফকে রঙ্গম কমিউনিটি হল সংলগ্ন এলাকায় কুপিয়ে হত্যা করা হয়। তিনি লোহাগাড়া উপজেলার চুনতি ইউনিয়নের ফারাঙ্গা এলাকার বাসিন্দা জামাল উদ্দিনের ছেলে।


পরে ২৯ নভেম্বর আলিফ হত্যাকাণ্ডের ঘটনায় ৩১ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ১০ থেকে ১৫ জনকে আসামি করে আলিফের বাবা বাদী হয়ে কোতোয়ালি থানায় হত্যা মামলা করেন।

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ:+৮৮ ০১৯ ১৫৩৬ ৬৮৬৫
contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com