ঢাকা, ১৭ জানুয়ারি ২০২৫, শুক্রবার, ৪ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

বিএনপি নেতা হেলাল উদ্দিনের উদ্যোগে মেহেন্দিগঞ্জে ফ্রি মেডিকেল ক্যাম্প

সারাদেশ | নিজস্ব প্রতিবেদক

(১ মাস আগে) ৭ ডিসেম্বর ২০২৪, শনিবার, ১০:৪৬ পূর্বাহ্ন

সর্বশেষ আপডেট: ১০:৪৭ পূর্বাহ্ন

banglahour

বরিশাল: বরিশালের মেহেন্দিগঞ্জ ও কাজীরহাট থানায় অসহায়, দুস্থ ও সাধারণ রোগীদের মাঝে লন্ডন প্রবাসী বিএনপি নেতা মোঃ হেলাল উদ্দিন মিয়ার উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন হয়েছে।

শুক্রবার (৬ডিসেম্বর) সকাল ১০টা থেকে দিনব্যাপী উপজেলার চানপুর উত্তর চরখাগকাটা সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ভাষানচর দাখিল মহিলা মাদ্রাসা (নাদের মাস্টারের) বাড়িতে পৃথক পৃথক আয়োজনে এ মেডিকেল ক্যাম্প সম্পন্ন হয়।

আক্রাম ফজিলাতুন্নেছা ফাউন্ডেশন এর মাধ্যমে উদ্দ্যেক্তা হেলাল উদ্দিন মিয়ার প্রয়াত পিতা-মাতার স্মৃতির স্মরণে বিনামূল্যের এ মেডিকেল ক্যাম্পের আয়োজন করেন। 
৬জন মেডিকেল অফিসার ও ২জন নার্স মেডিকেল ক্যাম্পে গাইনি, মেডিসিন, শিশু বিশেষজ্ঞ, চর্মরোগ রোগ বিশেষজ্ঞ চিকিৎসক চিকিৎসা সেবা প্রদান করেন । 
সকাল ১০ টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত এই মেডিকেল ক্যাম্পে এলাকার পিছিয়ে পড়া জনগোষ্ঠীসহ বিভিন্ন পর্যায়ের লোকজন চিকিৎসা সেবা গ্রহণ করেন।  প্রায় সহ্রাধিক রোগীকে চিকিৎসা সেবা দেওয়া হয়। সেবা প্রত্যাশীরা বলেন, আমরা গরীব অসহায় মানুষ, ফ্রী চিকিৎসা নিতে পেরে খুশি, ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই হেলাল উদ্দিন মিয়াকে, তার কারণে আমরা ফ্রী চিকিৎসা পেয়েছি।

ভাষানচর দাখিল মহিলা মাদ্রাসা মেডিকেল ক্যাম্পের পরিচালক মোঃ এনায়েত হোসেন বলেন, আমাদের প্রত্যান্তঞ্চলের গরীব অসহায় মানুষের ফ্রী চিকিৎসা প্রদানের ব্যবস্থা করায় লন্ডন প্রবাসী বিএনপি নেতা বিশিষ্ট সমাজ সেবক হেলাল উদ্দিন মিয়াকে ধন্যবাদ জানাই, তার মতো নেতাকে বিএনপির নমিনেশন দেওয়ার দাবী জানাই, এদের মতো লোক বিএনপির নমিনেশন পেয়ে এমপি নির্বাচিত হলে জনকল্যাণমুখী কাজ বেশি হবে।

মেডিকেল ক্যাম্পের আয়োজক লন্ডন প্রবাসী বিএনপি নেতা মোঃ হেলাল উদ্দিন মিয়া বলেন,  শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এর আদর্শের রাজনীতি করি। আমার সময়, শ্রম, যৌবন, অর্থবিত্ত সবকিছু জিয়ার আর্দশের পথে উৎসর্গ। দুর্যোগ দুর্বিপাকগ্রস্ত মানুষের পাশে সব সময় আছি থাকবো। আমি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব তারেক রহমান এর হাতকে শক্তিশালী করতে বরিশাল ৪ আসনে কাজ করছি।

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ:+৮৮ ০১৯ ১৫৩৬ ৬৮৬৫
contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com