ঢাকা, ১৭ মে ২০২৪, শুক্রবার, ৩ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

দেশে বিচারবহির্ভূত হত্যাকাণ্ড হয় না, বিদেশে হয়- পররাষ্ট্রমন্ত্রী

সারাদেশ |

(১ বছর আগে) ৯ অক্টোবর ২০২২, রবিবার, ৮:৩০ পূর্বাহ্ন

banglahour

সিলেট: দেশে বিচারবহির্ভূত কোনো হত্যাকাণ্ড হয় না, বিদেশে অসংখ্য বিচারবহির্ভূত হত্যা ঘটে। সরকার চায় না কেউ বিচারবহির্ভূত হত্যার শিকার হোক, কেউ গুম হোক। এ ধরনের ঘটনা নিয়ে দেশে অপপ্রচার চালানো হচ্ছে।

শনিবার (৯-১০-২২) সিলেট শহরতলির সাহেবের বাজার উচ্চবিদ্যালয় ও কলেজের নবনির্মিত ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন এসব কথা বলেন।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, বিচারবহির্ভূত কোনো ঘটনা ঘটলে শেখ হাসিনা সরকার দায়ীদের বিরুদ্ধে শক্ত হাতে ব্যবস্থা নেবে। সরকার শক্ত হাতে যারা এসব ঘটনা ঘটায়, তাদের শাস্তি দিতে সচেষ্ট থাকে।

তিনি আরো বলেন, সব দেশেই খুন-গুমের ঘটনা ঘটে, এর জন্য সরকার দায়ী নয়। বরং যারা খুন-গুমের ঘটনা ঘটায় তাদের শাস্তি দিতে সরকার সর্বদা সচেষ্ট থাকে।

সভায় জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শফিকুর রহমান চৌধুরীর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাসির উদ্দীন খান, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আশফাক আহমদ, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো: নিজাম উদ্দিন বিভিন্ন স্তরের নের্তবৃন্দ।

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাহমুদ সোহেল
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ:+৮৮ ০১৯ ১৫৩৬ ৬৮৬৫
contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com