
লক্ষ্মীপুরে চার শিক্ষার্থী হত্যা মামলার শুনানি শেষে আদালত প্রাঙ্গণে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়া নিয়ে হট্টগোল সৃষ্টি হয়। এ সময় দুইজন গণপিটুনির শিকার হন, যার মধ্যে পরান চৌধুরী নামে একজনকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে।
রোববার দুপুরে লক্ষ্মীপুর চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, ৪ আগস্ট সংঘটিত শিক্ষার্থী হত্যা মামলায় অভিযুক্তদের শুনানি শেষে পুলিশ আসামিদের প্রিজনভ্যানে তোলার সময় আওয়ামী লীগ ও যুবলীগের কয়েকজন ‘জয় বাংলা’ স্লোগান দিতে থাকেন। এতে আদালত চত্বরে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং একপর্যায়ে পরানসহ দুইজনকে গণপিটুনি দেওয়া হয়।
এ ঘটনায় বিএনপি-জামায়াতপন্থি আইনজীবীরা বিক্ষোভ মিছিল করেন এবং দ্রুত অভিযুক্তদের গ্রেপ্তারের দাবি জানান।
লক্ষ্মীপুর সদর মডেল থানার ওসি আব্দুল মোন্নাফ জানান, আওয়ামী লীগের লিফলেট বিতরণের সময় পরান নামে একজনকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে কোনো মামলা রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।