ঢাকা, ১৬ মার্চ ২০২৫, রবিবার, ২ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

প্রতারণার দায়ে মানবতার ফেরিওয়ালা পারভেজ হাসান গ্রেফতার

অপরাধ | অনলাইন ডেস্ক

(১ মাস আগে) ১০ ফেব্রুয়ারি ২০২৫, সোমবার, ৯:৪১ অপরাহ্ন

banglahour

ফেইসবুক জুড়ে মানবতার ফেরিওয়ালা সেজে থাকা পারভেজ হাসান বাস্তব জীবনে ভয়ংকর একজন জালিয়াত। ব্যবসায়ের নাম করে কয়েক লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে মানুষের কাছ থেকে। পারভেজ হাসান শুধু ফেইবুকে মানবতার কনটেন্ট তৈরি করেন এমনটি নয়, সহমর্মিতা ফাউন্ডেশন নামের একটি ফাউন্ডেশনও পরিচালনা করেন।

ফেসবুকে নানা রকম মানব সেবার নাম করে মানুষের কাছ থেকে এখন পর্যন্ত হাতিয়েছে কয়েক লক্ষ টাকা। পাশাপাশি লা-লিগাসি হোলসেল প্রতিষ্ঠানের শেয়ার বিক্রয়ের নাম করে মেহেজাবিন , শাহানা আক্তার , লিপি আক্তার , নোভেল মাহমুদ এবং নূহা আক্তার সহ বেশ কয়েকজনের কাছ থেকে কয়েক লক্ষ টাকা হাতিয়ে নেয়। পরবর্তীতে তাদের টাকা দিতে অস্বীকার করে।


টাকা না পেয়ে পারভেজের বিরুদ্ধে মামলা করে মেহেজাবিন। মামলা করার ফলে বিভিন্ন ধরনের হুমকি দেয় পারভেজ। আজ আদাবর থানা পুলিশ গ্রেফতার করেছে এই মানবতার ফেরিওয়ালাকে।

মামলার বাদী মেহেজাবিনের দাবী কয়েক দফা টাকা চাওয়ার পর নানা  ধরনের হুমকি দেয় পারভেজ। পারভেজের ফাঁদে পা দিয়ে মেহেজাবিন- শাহানা আক্তার সহ আরো অনেকেই আজ নিজেদের সংসার জীবনে সমস্যার মুখোমুখি হয়ে পড়েছে।  

লা-লীগাসি হোলসেল প্রতিষ্ঠান ছাড়াও পারভেজ পিএইচ টাভেলস এভরোট নামের আরো একটি প্রতিষ্ঠান পরিচালনা করেন। বাদীর দাবি সেই প্রতিষ্ঠান থেকেও বিদেশে লোক নেওয়ার নাম করে মানুষের টাকা আত্মসাৎ করেছে পারভেজ হাসান।

অপরাধ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ:+৮৮ ০১৯ ১৫৩৬ ৬৮৬৫
contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com