ঢাকা, ১৯ মে ২০২৪, রবিবার, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

কর্মসূচি বিএনপির, সক্রিয় থাকবে আওয়ামী লীগ

রাজনীতি | নিজস্ব প্রতিবেদক

(১ বছর আগে) ১৬ জানুয়ারি ২০২৩, সোমবার, ৭:১৯ পূর্বাহ্ন

banglahour

ঢাকা: পূর্ব ঘোষিত বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ আজ সোমবার। রাজনৈতিক প্রতিপক্ষ বিএনপির এই কর্মসূচীতে পূর্বের মতই রাজপথে সক্রিয় থাকার ঘোষণা দিয়েছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। দলের নেতাকর্মীরা রাজধানীর বিভিন্ন ওয়ার্ডে সকাল থেকে রাত পর্যন্ত অবস্থান করবেন। ঢাকা মহানগর উত্তর এবং দক্ষিণ আওয়ামী লীগের পক্ষ থেকেও পৃথক কর্মসূচি ঘোষণা করা হয়েছে।

আজ সোমবার (১৬ জানুয়ারী) সারা দেশে মহানগর ও উপজেলায়  সরকারের পদত্যাগ, তত্ত্বাবধায়ক সরকার, খালেদা জিয়া ও নেতাকর্মীদের মুক্তিসহ ১০ দফা এবং বিদ্যুতের দাম কমানোর দাবিতে সমাবেশ এবং মিছিল করবে বিএনপি। গত ১১ জানুয়ারি গণ-অবস্থান কর্মসূচি থেকে এ কর্মসূচি ঘোষণা করে দলটি।

ক্ষমতাসীন দলের নেতাদের বক্তব্য, বিএনপি-জামায়াতের কর্মসূচি মানেই জ্বালাও পোড়াও। তারা সমাবেশ ঘোষণা করলেই জনগণ আতঙ্কে থাকে। তাই জনগণের নিরাপত্তা নিশ্চিত করা সরকারি দল হিসেবে আওয়ামী লীগ  তার সহযোগী সংগঠন আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি রাজপথে সক্রিয় ভূমিকা রাখবে যাতে কোন নৈরাজ্য করতে না পারে বিএনপি জামায়াত।

বিএনপির সমমনা  সাত দলের গণতন্ত্র মঞ্চ, ১২ দলীয় জোট, ১২ দলের জাতীয়তাবাদী সমমনা জোট, চারদলীয় বাম গণতান্ত্রিক ঐক্য, এলডিপি ও গণফোরাম (মন্টু) এ  যুগপৎ আন্দোলন কর্মসূচি পালন করবে। তবে জামায়াতে ইসলামী আনুষ্ঠানিকভাবে কোনো কর্মসূচি না দিলেও বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদে গত শনিবার দেশের মহানগর ও জেলায় বিক্ষোভ মিছিল করেছে তারা

রু/তা

রাজনীতি থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাহমুদ সোহেল
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ:+৮৮ ০১৯ ১৫৩৬ ৬৮৬৫
contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com