
বগুড়ার মালগ্রামে পিকনিকের চাঁদা না দেওয়ায় এক ফার্মাসিস্টকে মারধরের অভিযোগ উঠেছে বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে। রবিবার (১৬ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে মালগ্রাম সিদ্দিকের মোড় এলাকায় এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী শামীম হোসেন পেশায় একজন ফার্মাসিস্ট। স্থানীয় সূত্রে জানা যায়, সাবেক ওয়ার্ড বিএনপি নেতা শরিফুল ইসলাম রতনের নেতৃত্বে তিন-চারজন সন্ত্রাসী তার কাছে ৭ হাজার টাকা চাঁদা দাবি করে। তিনি চাঁদা দিতে অস্বীকৃতি জানালে সন্ত্রাসীরা ক্ষিপ্ত হয়ে তাকে বেধড়ক মারধর করে। এতে তার চোখ-মুখসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত লাগে।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
বগুড়া স্টেডিয়াম পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক কামরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অভিযুক্ত বিএনপি নেতা রতন চাঞ্চল্যকর নাহিদ হত্যা মামলার প্রধান আসামি। ঘটনার পর থেকে তিনি পলাতক রয়েছেন।
এ বিষয়ে বগুড়া সদর থানার ওসি এসএম মইনুদ্দিন জানান, থানায় অভিযোগ গ্রহণ করা হয়েছে এবং জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনার প্রক্রিয়া চলছে।
অন্যদিকে, বিএনপি নেতা শরিফুল ইসলাম রতনের মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার ফোন বন্ধ পাওয়া গেছে।