
একশ কূপ খনন প্রকল্প থেকে ৭টি কূপ এগিয়ে এনে ২০২৫ সালেই খনন করতে চায় পেট্রোবাংলা। তেল-গ্যাস অনুসন্ধান ও উন্নয়ন কর্মসূচি জোরদার করার অংশ হিসেবে ওই প্রকল্প এগিয়ে আনা হচ্ছে বলে জানিয়েছেন পেট্রোবাংলার চেয়ারম্যান রেজানুর রহমান।
তিনি বলেছেন, দেশীয় গ্যাসের উৎপাদন বৃদ্ধির জন্য অনেকগুলো উদ্যোগ নেওয়া হয়েছে, তারমধ্যে ২০২৬-২০২৮ সালের জন্য নির্ধারিত ১০০ কূপ প্রকল্প থেকে ৭টি কূপ এগিয়ে আনার সিদ্ধান্ত হয়েছে। সবচেয়ে বেশি সম্ভাবনাময় ৭টি কূপ চলতি বছরেই খনন করার নীতিগত সিদ্ধান্ত হয়েছে। পাশাপাশি কতগুলো কূপের ওয়ার্কওভার করা হচ্ছে। আমরা আশা করছি এর মাধ্যমে দেশীয় গ্যাসের উৎপাদনের পরিমাণ আরও বৃদ্ধি পাবে।
২০২৪ সালের ১০০ কূপ খনন প্রকল্প গ্রহণ করা হয়। এর মধ্যে ৬৯টি অনুসন্ধান ও উন্নয়ন কূপ আর ৩১টি পুরাতন কূপের ওয়ার্কওভার। ওই প্রকল্পের মধ্যে রাষ্ট্রীয় কোম্পানি তেল-গ্যাস অনুসন্ধান ও উন্নয়ন কোম্পানি বাপেক্স ৫২টি অনুসন্ধান ও উন্নয়ন, ৩১ কূপের ওয়ার্কওভার, বাংলাদেশ গ্যাস ফিল্ড কোম্পানি ৯টি অনুসন্ধান ও উন্নয়ন, ১২ কূপের ওয়ার্কওভার আর সিলেট গ্যাস ফিল্ড কোম্পানি ৮টি অনুসন্ধান ও উন্নয়ন এবং ৩ কূপের ওয়ার্কওভার করার কথা।
ওই প্রকল্পে ১৯ হাজার ৫০ কোটি টাকা ব্যয় প্রাক্কলন করেছে পেট্রোবাংলা। গ্যাস উন্নয়ন তহবিল (জিডিএফ) ও কোম্পানির নিজস্ব অর্থায়ন ৫ হাজার ৭২২ কোটি টাকা ও সরকারি তহবিল থেকে ১৩ হাজার ৩২৮ কোটি প্রাক্কলন করা হয়েছে। ২০২৬ সালে শুরু করে ২০২৮ সালের মধ্যে শেষ করার লক্ষ্যমাত্র ধরা হয়েছিল তখন। অন্তর্বর্তীকালীন সরকার সেখান থেকে ৭টি কূপ এগিয়ে আনার পরিকল্পনা চূড়ান্ত করেছে।
জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেছেন, ১০০ কূপ প্রকল্পে অনেকগুলো পরিবর্তন আনা হচ্ছে। ১০০ কূপের মধ্যে একটি অগ্রাধিকার তালিকা করা হচ্ছে। যেসব কূপে সবচেয়ে সম্ভাবনা বেশি, যেখানে গ্যাস পেলে দ্রুত পাইপলাইনে দেওয়া যাবে এমন কিছু কূপ এই তালিকায় থাকছে।
ওই তালিকায় বাপেক্সের ৯টি এবং এসজিএফসিএল ও বিজিএফসিএল এর ৫টি কূপ থাকছে বলে জানা গেছে। বাপেক্সের ৯টি কূপের জন্য পৃথক ৩টি ডিপিপি করার হচ্ছে। সবচেয়ে এগিয়ে রয়েছে বেগমগঞ্জ-৫ ও ৬, সুনেত্র-২ প্রকল্পের ডিপিপি। প্রকল্পটির ডিপিপি একনেকে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। বেগমগঞ্জ-৭, চরলক্ষা-১ ও সেমুতাং-১ এর ফিজিবিলিটি চলমান, প্রায় একই ধাপে রয়েছে সুবর্ণচর-১, নোয়াখালী-১ ও সুন্দলপুর-৫।