ঢাকা, ২৯ মার্চ ২০২৪, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

শার্শা সীমান্তে সাড়ে ৬ কোটি টাকার স্বর্ণের বারসহ ২জন আটক

অপরাধ | নিজস্ব প্রতিবেদক

(১ বছর আগে) ২৬ জানুয়ারি ২০২৩, বৃহস্পতিবার, ৭:১৩ পূর্বাহ্ন

সর্বশেষ আপডেট: ৭:২২ পূর্বাহ্ন

banglahour

খুলনা: বিজিবি'র খুলনা ব্যাটালিয়নের অভিযানে যশোরের শার্শা সীমান্ত থেকে ৮.১৬৩ কেজি ওজনের ৭০ পিস স্বর্ণের বারসহ শফিকুল ইসলাম (২৯)  ও হান্নান প্রধান (৩২) ০২ জন স্বর্ণ পাচারকারীকে আটক করা হয়েছে।

বুধবার (২৫ জানুয়ারি) অগ্রভুলাট ক্যাম্পের বিজিবি সদস্যরা তাদের স্বর্ণেরবারসহ আটক করেন। 

বিজিবি জানায়, তারা জানতে পারে যশোরের শার্শা উপজেলার পাঁচকায়বা সীমান্ত এলাকা দিয়ে স্বর্ণের একটি বড় চালান ভারতে পাচার হবে। উক্ত তথ্যের ভিত্তিতে খুলনা সেক্টরের সেক্টর কমান্ডার কর্নেল মামুনূর রশীদ, পিএসসি এর সার্বিক দিকনির্দেশনায় খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি)-এর অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ তানভীর রহমান, পিএসসি, ইঞ্জিনিয়ার্স এর নেতৃত্বে ব্যাটালিয়ন সদরের একটি বিশেষ টহলদল মেইন পিলার ১৭/৭ এস এর ২০ আর পিলার হতে আনুমানিক ০৩ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে যশোরের শার্শা উপজেলার পাঁচকায়বা নামক স্থানে আম বাগানের মধ্যে অবস্থান গ্রহণ করে। 
 

কিছুক্ষণ পর একটি সাদা রংয়ের প্রাইভেটকার টহলদলের নিকটবর্তী আসলে প্রাইভেটকারটিকে থামানোর জন্য সংকেত দিলে গাড়ীটি থামায়। বিজিবি টহলদল প্রাইভেটকারের ভেতরে থাকা ০২জন ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করলে তাদের কথাবার্তা ও আচরণ সন্দেহজনক মনে হওয়ায় প্রাইভেটকারটি তল্লাশী করা হয়। পরে গাড়ীর ডান পার্শ্বে থাকা ষ্টিয়ারিং এর সামনে মিটার গেজে ষ্টীলের বক্সের ভিতরে কসটেপ দিয়ে মুড়িয়ে অভিনব কায়দায় লুকায়িত অবস্থায় ৬,৬৬,৯৬,৪০৮/-(ছয় কোটি ছেষট্টি লক্ষ ছিয়ানব্বই হাজার চারশত আট টাকা) মূল্যের ৮.১৬৩ কেজি ওজনের মোট ৭০ পিস স্বর্ণের বার জব্দ করা হয়। এসময় ০৩টি মোবাইল ফোন ও প্রাইভেট কারসহ স্বর্ণ পাচারকারী ২জনকে আটক করা হয়।
 

আটকদের বিরুদ্ধে স্বর্ণ চোরাচালান আইনে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাহমুদ সোহেল
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ:+৮৮ ০১৯ ১৫৩৬ ৬৮৬৫
contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com