ঢাকা, ২৬ এপ্রিল ২০২৪, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

ফুটবলার নাজমুলকে ব্রাজিলে যাওয়ার জন্য ব্যবস্থা করে দিলেন ক্রীড়া প্রতিমন্ত্রী

খেলা | নিজস্ব প্রতিবেদক

(১ বছর আগে) ২৬ জানুয়ারি ২০২৩, বৃহস্পতিবার, ৮:০৮ অপরাহ্ন

banglahour

ঢাকা: ব্রাজিলের সাও পাওলো শহরের সালতো ক্লাবে তিন মাসের জন্য অনুশীলনের সুযোগ পেয়েছেন নাজমুল আখন্দ। কিন্তু সুযোগ পেলেও ব্রাজিলে যাওয়ার অর্থ সংগ্রহ করতে পারছিলেন না তিনি। তবে বিষয়টি জানতে পেরে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো: জাহিদ আহসান রাসেল এমপি তরুণ ও উদীয়মান ফুটবলার নাজমুল আখন্দকে ব্রাজিলে যাওয়ার জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দেন। 

তিনি আজ বৃহস্পতিবার (২৬ জানুয়ারী) সচিবালয়ে ফুটবলার নাজমুলের হাতে ৩ লক্ষ টাকার চেক তুলে দিয়েছেন। 

চেকপ্রদানকালে নাজমুলের জন্য শুভকামনা জানিয়ে   যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, নাজমুলের বিষয় টি যখনই আমার দৃষ্টিগোচর হয়েছে তখনই আমি তাকে সহায়তার জন্য উদ্যোগ গ্রহণ করি। আমি নাজমুলের জন্য শুভকামনা রাখছি। সে ব্রাজিলে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে। যা নিঃসন্দেহে গর্বের। আমি বিশ্বাস করি,  নাজমুল সেখানে দেশের জন্য খেলবে। নিজেকে সমৃদ্ধ করবে। দেশের জন্য গৌরব বয়ে নিয়ে আসবে। তাকে সহযোগিতা   করতে পেরে আমার ভালো লাগছে। 

এ সময়ে ফুটবলার নাজমুল যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে বলেন, আমি মাননীয় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর প্রতি চিরকৃতজ্ঞ।  তিনি এতো স্বল্প সময়ের মধ্যে মাত্র দুই দিনের মধ্যে আমাকে ব্রাজিলে যাওয়ার ব্যবস্হা করে দিয়েছেন যা আমার জন্য অকল্পনীয় ছিলো।  সবকিছু স্বপ্নের মতো মনে হচ্ছে।  আমার আম্মা সংবাদটি শুনে আনন্দে কেঁদেই চলেছেন। আমি মন্ত্রী মহোদয়কে অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি।  আমার স্বপ্ন পূরন হতে চলেছে।  আমি দেশবাসীর দোয়া কামনা করছি।

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাহমুদ সোহেল
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ:+৮৮ ০১৯ ১৫৩৬ ৬৮৬৫
contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com