ঢাকা, ২৯ মার্চ ২০২৪, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

র‍্যাবের অভিযানে রপ্তানি পোশাক চুরি চক্রের ৭ জন আটক

অপরাধ | নিজস্ব প্রতিবেদক

(১ বছর আগে) ২৮ জানুয়ারি ২০২৩, শনিবার, ৭:৩৯ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ৮:২০ অপরাহ্ন

banglahour

নারায়নগঞ্জ: নারায়নগঞ্জ জেলার বন্দর থানাধীন এলাকা হতে প্রায় ০৫ কোটি টাকা মূল্যের গার্মেন্টস পণ্যসহ সংঘবদ্ধ আন্তঃজেলা চোর চক্রের মূলহোতাসহ ০৭ সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব-৪। এসময় বিপুল পরিমাণ গার্মেন্টস পণ্যসহ ০১ টি কাভার্ড ভ্যান জব্দ করা হয়।

তারা হল: (ক) মোঃ রিপন @ ছোট রিপন (৪৩), (খ)  মোঃ বিল্লাল হোসেন @ ছোট বিল্লাল (৩৬), (গ)   নাঈম ইসলাম (২৭), (ঘ)  মোঃ আকাশ (২৬), (ঙ) মোঃ সুমন (৩০), জেলা-ভোলা, (চ) মোঃ ফরিদ (৩৮), (ছ) মোঃ মঞ্জুর হোসেন জিকু (৩৮)।

র‌্যাব জানায়, তাদের জিজ্ঞাসাবাদে জানা যায় যে, ২৬ জানুয়ারি ২০২৩ তারিখ বিকালে ফ্যাক্টরি থেকে পণ্য কাভার্ড ভ্যানে লোড করে তেজগাঁও এ গিয়ে কাভার্ড ভ্যানে ফুয়েল নিয়ে পাম্পে গাইডের জন্য কিছুক্ষণ অবস্থান করে। গাইড নাঈম উক্ত স্থানে এসে রিপনের নির্দেশ অনুযায়ী নারায়নগঞ্জ জেলার বন্দর থানাধীন লাঙ্গলবন্দস্থ ভাইভাই টিম্বার স’মিল এর টিনশেড গোডাউনের উদ্দেশ্যে রওয়ানা করে। সেখানে পৌছানোর পরে পূর্বে থেকেই অপেক্ষারত বিল্লাল হোসেন @ ছোট বিল্লাল, মোঃ ফরিদ এবং মঞ্জুরসহ অজ্ঞাতনামা কয়েকজন বিশেষ কৌশলে কাভার্ড ভ্যানের সিলগালা তালা না খুলে কাভার্ড ভ্যানের পাশের ওয়ালের নাট-বল্টু গ্যানিং মেশিনের মাধ্যমে কেটে প্রত্যেক কার্টুন গোডাউনের ভিতর নামায়। কার্টুন থেকে মালামাল চুরির সময় র‌্যাব-৪ এর আভিযানিক দল ২৭ জানুয়ারি ২০২৩ তারিখ ভোর রাতে কাভার্ড ভ্যানটির ড্রাইভার, হেল্পার, ‘স’ মিল মালিক, লেবার সর্দারসহ পাঁচজনকে গ্রেফতার করে। 

গ্রেফতারকৃতদের ভাষ্যমতে মাস্টারমাইন্ড রিপন ও বিল্লাল কিছু সময়ের মধ্যে চোরাইকৃত গার্মেন্টস পণ্যগুলো বুঝে নিতে আসলে তাদেরকেও গ্রেফতার করা হয়। 

উপরোক্ত বিষয়ে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানায়। অদূর ভবিষ্যতে এরূপ সংঘবদ্ধ চোরাকারবারী দলের বিরুদ্ধে র‌্যাব-৪ এর জোরালো অভিযান অব্যাহত থাকবে।

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাহমুদ সোহেল
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ:+৮৮ ০১৯ ১৫৩৬ ৬৮৬৫
contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com