ঢাকা, ২৫ এপ্রিল ২০২৪, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

হয়রানি অনিয়মের অভিযোগে ঢাবির সিনেট নির্বাচন বর্জন করলেন ২৫ রেজিস্টার্ড

অন্যান্য | নিজস্ব প্রতিবেদক

(১ বছর আগে) ৩০ জানুয়ারি ২০২৩, সোমবার, ৫:১৬ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ৭:২৮ অপরাহ্ন

banglahour

ঢাকা: হয়রানি আর অনিয়মের অভিযোগে ঢাকা বিশ্ব বিদ্যালয়োর সিনেট নির্বাচন ২০২৩ বর্জনের ঘোষণা দিলেন প্যানেল লিডার প্রফেসর ড. আব্দুর রব

সোমবার (৩০ জানুয়ারি) বিকেলে জাতীয় প্রেস ক্লাবের মাওলানা মোহাম্মদ আকরাম খাঁ হলে আয়োজিত এক সংবাদ সম্মেলন থেকে এ ঘোষণা দেন তিনি।

প্রফেসর ড. আব্দুর রব বলেন, যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয় পরিচালনার ক্ষেত্রে নির্বাচিত সিনেট সদস্যদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের সুযোগ রয়েছে সেহেতু ২৫ জন রেজিস্টার্ড গ্র্যাজুয়েট প্রতিনিধি নির্বাচনের লক্ষ্যে আয়োজিত ঢাবি সিনেট নির্বাচন ২০২৩ অনেক গুরুত্বের দাবিদার। 

সেই বিষয় সামনে রেখেই আমরা আসন্ন রেজিস্টার্ড গ্র্যাজুয়েট প্রতিনিধি নির্বাচন ২০২৩-এ অংশগ্রহণের সিদ্ধান্ত গ্রহণ করি। কিন্তু সারা দেশের অন্যান্য নির্বাচনের মতো এখানেও স্বাভাবিক ও স্বস্তিদায়ক পরিবেশে নির্বাচনী কাজ করার কোনো সুযোগ পাওয়া যাচ্ছে না। নির্বাচনের প্রার্থী তালিকা চূড়ান্ত হওয়ার পর থেকেই প্রার্থীদের বিভিন্ন ভাবে হয়রানি ও গ্রেপ্তার করা হচ্ছে। প্রার্থী ও ভোটারদের অনেকেই বাসা-বাড়িতে নিরাপদে অবস্থান করতে পারছেন না।

নির্বাচনের পূর্বেই যদি এ ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সম্মুখীন হতে হয় তাহলে আমরা কি করে ভাবতে পারি যে, প্রার্থীরা নির্বিঘ্নে নির্বাচনী প্রচার কাজ পরিচালনা করতে পারবে? আমরা কি করে নিশ্চিত হতে পারি যে, একটি অবাধ ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হবে? ভোটাররা নির্বিঘ্নে ভোট কেন্দ্রে এসে সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে ভোট দিতে পারবে বলে কোনোমতেই বিশ্বাস করতে পারছি না। 

এ নাজুক ও অনিরাপদ পরিস্থিতিতে কোনো শিক্ষিত, বিবেকবান ও সমাজ সচেতন ব্যক্তি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আসন্ন সিনেট নির্বাচনে অংশ নিতে পারে না। বিদ্যমান এ পরিস্থিতিতে আমরা (২৫ জন) প্রার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট নির্বাচন ২০২৩ বর্জন করছি।

প্যানেল লিডার প্রফেসর ড. আব্দুর রব বলেন, আমাদের ২৫ জনের মধ্যে মো. আব্দুল মান্নানকে ইতোমধ্যে পুলিশ গ্রেপ্তার করেছে।

অন্যান্য থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাহমুদ সোহেল
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ:+৮৮ ০১৯ ১৫৩৬ ৬৮৬৫
contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com