ঢাকা, ৬ মে ২০২৪, সোমবার, ২৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

হজ্বে বাড়ানো হয়েছে ১ লাখ টাকা, এজেন্সির মালিকদের ক্ষোভ

ধর্ম | নিজস্ব প্রতিবেদক

(১ বছর আগে) ২ ফেব্রুয়ারি ২০২৩, বৃহস্পতিবার, ১:২৬ অপরাহ্ন

banglahour

ঢাকা: আরো একধাপ বেড়ে সরকারি ব্যবস্থাপনায় হজ যাত্রীদের খরচ দাঁড়িয়েছে প্রায় ৭লাখ টাকা। আগের বছররের তুলনায় এ বছর প্রায় ১লাখের বেশী টাকা বাড়ানো হয়েছে। আর একক ভাবে বিমান ভাড়া নির্ধারনে ক্ষোভ জানিয়েছে হজ এজেন্সির মালিকরা। তবে, হচ্ছের খরচ বাড়ানোর পিছনে রিয়ালের দাম বৃদ্ধিকে দায়ী করেছেন ধর্মপ্রতিমন্ত্রী।

পবিত্র ঈদুল আযহা বা হজ শুরু হবে আগামী ২৭ জুন থেকে। পবিত্র হজ প্যাকেজ প্রস্তুত ও সিদ্ধান্ত গ্রহণের সভা শেষে বুধবার (১জানুয়ারী) এ তথ্য জানায় ধর্মমন্ত্রনালয়। নির্বাহী কমিটির সভায় সরকারি ব্যবস্থাপনায় এ বছর হজের একটি প্যাকেজ নির্ধারণ করা হয়েছে। এবার প্যাকেজের মূল্য ৬ লাখ ৮৩ হাজার ১৮ টাকা নির্ধারণ করা হয়েছে। যা আগের বছরের তুলনায় প্রায় ১লাখ টাকা বেশী। আগের বছর এ প্যাকেজের মূল্য ছিলো ৫লাখ ৮৬ হাজার টাকা। 

সভা শেষে সংবাদ সম্মেলনে ধর্ম প্রতিমন্ত্রী জানান, এবার নানা কারণে হচ্ছের খরচ বাড়বে। তার মধ্যে অন্যতম বিমান ভাড়া ও রিয়ালের দাম বৃদ্ধি। 

সৌদির সাথে বাংলাদেশ সরকারের মধ্যে দ্বি-পাক্ষিক হজ চুক্তি অনুযায়ী এবছর হজে যেতে পারবেন ১ লাখ ২৭ হাজার ১শ’ ৯৮ জন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ১৫ হাজার আর বকীগুলো বেসরকারি ব্যবস্থাপনায়। তবে, বিমান ভাড়া নিয়ে ক্ষোভ প্রকাশ করেন বেসকারি হজ এজেন্সির মালিকরা। তারা বলছেন এককভাবে বিমান ভাড়া নির্ধারণ করায় হজের খরচ অনেক বেড়ে গেছে। এবারও হজে গমনকারী শতভাগ হজযাত্রীর প্রি-এরাইভাল ইমিগ্রেশন থাকবে বলেও জানান মন্ত্রী। 

ধর্ম থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাহমুদ সোহেল
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ:+৮৮ ০১৯ ১৫৩৬ ৬৮৬৫
contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com