
পিরোজপুরের ভাণ্ডারিয়া উপজেলার তেলিখালী ইউনিয়নে পুত্রবধূর হাতে শাশুড়ি আসমা আক্তার (৪৫) হত্যার অভিযোগে দায়েরকৃত মামলার দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৫ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে পিরোজপুর আদালত চত্বরে নিহতের স্বজন ও এলাকাবাসী এ মানববন্ধন করেন। অংশগ্রহণকারীরা প্ল্যাকার্ড ও ব্যানার হাতে নিয়ে হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও শাস্তির দাবি জানান।
মানববন্ধনে নিহতের ছেলে শরিফুল ইসলাম অভিযোগ করে বলেন,আমার বড় ভাই প্রবাসে থাকেন। তার স্ত্রী জান্নাতি আক্তার আমার ফুফাত ভাই কালাম হাওলাদারের সঙ্গে পরকীয়ায় জড়িয়ে পড়ে। বিষয়টি মা জানতে পারলে তারা মিলে আমার মাকে কুপিয়ে হত্যা করে। আমরা জান্নাতি ও কালামের ফাঁসির দাবি জানাচ্ছি।
অন্য বক্তারা অভিযোগ করেন, হত্যাকারী কালামের পরিবার ভুক্তভোগী পরিবারকে নানাভাবে হুমকি দিয়ে আসছে। এতে পরিবারটি চরম নিরাপত্তাহীনতায় ভুগছে। তারা প্রশাসনের হস্তক্ষেপ চেয়ে দ্রুত আসামিদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।